শুরুতে ব্যাপক ট্রোলড হলেও ধীরে ধীরে দর্শকমনে স্থান করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি। টানটান গল্প এবং তুখোড় অভিনয়ের জেরে সিরিয়ালপ্রেমী দর্শকদের মন জয় করে নিয়েছে মেঘ, নীল, ময়ূরীরা। তবে শোনা যাচ্ছে, শীঘ্রই শেষ হতে চলেছে এই মেগা। আর শেষের আগে সিরিয়ালের গল্পে জবরদস্ত টুইস্ট অ্যান্ড টার্ন আনছেন নির্মাতারা।
সিরিয়ালের (Bengali Serial) বর্তমান গল্প অনুযায়ী, দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছে মেঘ-নীল। যদিও এই বিষয়ে দু’জনের কেউই কিছু জানে না। দুই বাড়ির সদস্যরা তাদের না জানিয়েই সবটা প্ল্যান করেছে। এতদিন অবধি হইহই করে বিয়ের সব কাজ সারছিল মেঘ-নীলের পরিবার। তবে ময়ূরী ফেরার খবর আর রূপের জামিন পাওয়ার জেরে সবকিছু যেন গুলিয়ে গেল! প্রত্যেকের মনেই এবার বাসা বাঁধছে একটা অজানা ভয়।
আজকের পর্বে দেখতে পাবেন, মেঘ (Megh) নীলকে (Neel) বলে, শেষ অবধি আমরা একে অপরের থেকে আলাদা হয়ে নতুন সংসার পাততে চলেছি। একই দিনে আমাদের বিয়ে হচ্ছে। আজ আমার একটা কথা রাখবে? আজকের পর আর কখনও আমরা দেখা করবো না। নাহলে যাঁদের সঙ্গে আমাদের বিয়ে হতে চলেছে তাদের ঠকানো হবে। তাদের সামনে যদি বারংবার আমাদের প্রসঙ্গ আসে তাহলে তাদের জীবনটা খারাপ হয়ে যাবে।
আরও পড়ুনঃ নতুনদের সাথে পেরে উঠছেনা দীপা, জ্যাস নাকি পর্ণা কে হল টপার? রইল সম্পূর্ণ TRP তালিকা
এরপর মেঘ বলে, প্রথমবারের অভিজ্ঞতাগুলো থেকে তুমি নিজেকে শুধরে নিও। তুমি ভালো থেকো, সুখে থেকো। আজ নাহয় তুমি বিল দিয়ে দাও, ঝামেলা করবো না। মেঘের মুখ থেকে এসব কথা শুনে নীলের মনের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হয়। সে মেঘের ভালো চাওয়া সত্ত্বেও এমনটা কেন হচ্ছে তা বুঝে উঠতে পারে না।
এদিকে দেখা যায়, ময়ূরী (Mayuri) মধুমিতাকে (Madhumita) একাধিকবার ফোন করা সত্ত্বেও সে ফোন তোলে না। তারপর মেঘকে ফোন করে ময়ূরী জিজ্ঞেস করে, সে কাকে বিয়ে করছে? মেঘ উত্তরে জানায়, সে এই বিষয়ে কিছু জানে না, জানার চেষ্টাও করেনি। পাশাপাশি এও বলে, এই বিয়ের বিষয়ে তার কোনও আগ্রহ নেই। মা-বাপি যখন ছেলে ঠিক করেছে, তখন সে ভালোই হবে। আর আমি নীলকে বিয়ে করছি না। ওর অন্যত্র বিয়ে হচ্ছে। একথা শোনামাত্রই খটকা লাগে ময়ূরীর। পাশাপাশি সে এটা ভাবে, এত সহজে বিয়ে করে মেঘকে সুখী হতে সে দেবে না।
আরও পড়ুনঃ সূর্য অতীত, রূপার কথায় এবার অর্জুনকে বিয়ে করবে দীপা! টিভির আগেই ফাঁস মোড়ঘোরানো পর্ব
এদিকে ময়ূরীকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যায় অনিন্দ্য (Anindya) আর মধুমিতা। কারণ তারা জানে, ময়ূরী আসছে মেঘের সর্বনাশ করতে। তাই ময়ূরী চলে এলে সবকিছু কীভাবে সামলানো হবে এটা ভেবেই বুক কেঁপে ওঠে অনিন্দ্য-মধুমিতার। অন্যদিকে রূপের (Rup) জামিন পাওয়ার খবরে ঘাবড়ে যায় গিনি। কারণ একই সঙ্গে ময়ূরী আর রূপ দু’জনেই ফিরছে। গিনি (Gini) বলে, ওরা দু’জন মিলে ঠিক কিছু একটা করবে। তখন ঠাম্মি আশ্বস্ত করে বলে, ওরা দু’জন আছে আর আমরা এতজন। দেখবি আমাদের কিছু হবে না।