এসে গেল আরও একটা বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই বাংলা ধারাবাহিকের (Bengali Serial) ভাগ্য নির্ধারণের দিন। সকলেই এই দিনটার জন্য অপেক্ষায় থাকেন। সেইমতো ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের টিআরপি ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গেছে। গত সপ্তাহের থেকে কোন ধারাবাহিক এ সপ্তাহে এগিয়ে গেল? কেই বা পিছিয়ে গেল সেটা জানা যাবে টিআরপি তালিকায় (TRP List) চোখ রাখলে। জেনে নিন বিস্তারিত।
বরাবরের মতো এবারেও প্রথম তালিকায় জায়গা করে নিয়েছে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিক। গত সপ্তাহের থেকে এ সপ্তাহে টিআরপি নম্বর কিছুটা কমলেও সকলকে ছাপিয়ে সবার প্রথমেই রয়েছে। স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীর রোমান্স দর্শকরা দেখতে চেয়েছিলেন, আর সেটাই ধারাবাহিকে দেখানো হয়েছে। আর সেই কারণেই গত সপ্তাহের মতো এ সপ্তাহেও বেঙ্গল টপার উক্ত এই ধারাবাহিক।
বরাবরের মতো এবারও দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। গত সপ্তাহের তুলনায় এবারে টিআরপি নম্বর কিছুটা বেড়েছে, আর একটু বাড়লে প্রথম স্থানে জায়গা করে নিতে পারত। গত সপ্তাহে গীতা এল এলবির নম্বর যা ছিল তা-ই আছে শুধুমাত্র স্থান বদল ঘটেছে। এই ঘটনা শুধু গীতার নয় নিম ফুলের মধুর ক্ষেত্রেও ঘটেছে। তবে এবারের সবথেকে বড় চমক হল জল থই থই ভালোবাসার।
১ লা ফেব্রুয়ারী বাংলা সিরিয়ালের সেরা দশ ধারাবাহিকের টিআরপি
** প্রথম- জগদ্ধাত্রী (৮.৫)
** দ্বিতীয়- ফুলকি (৮.৩)
** তৃতীয়- গীতা LLB (৮.১)
** চতুর্থ- নিম ফুলের মধু (৭.৮)
** পঞ্চম- অনুরাগের ছোঁয়া (৭.৩)
* ষষ্ঠ- কথা (৭.২)
* সপ্তম- সন্ধ্যাতারা / কোন গোপনে মন ভেসেছে (৬.৯)
* অষ্টম- জল থই থই ভালোবাসা (৬.৭)
* নবম- তোমাদের রাণী (৬.৬)
* দশম- Love বিয়ে আজকাল / কার কাছে কই মনের কথা (৬.৫)
লাভ বিয়ে আজকাল এবং কার কাছে কই মনের কথাকে ছাপিয়ে গেছে জল থই থই ভালোবাসা। গত সপ্তাহে তুমি আশেপাশে থাকলে টিআরপির শেষ টুকু ধরে রেখেছিল, কিন্তু এ সপ্তাহে তাকে কোথাও দেখা যায়নি। এ সপ্তাহের টিআরপি তালিকাতে সেরকম রদবদল কিছু ঘটেনি। তবে নম্বরের হেরফের অনেকটাই।