বাংলা কিংবা অন্য কোনো ভাষায় একটা ধারাবাহিকের (Bengali Serial) জন্য যেমন টিআরপি গুরুত্বপূর্ণ, তেমনই একটা গুরুত্বপূর্ণ দিক হল অ্যাওয়ার্ড প্রোগ্রাম। যা প্রতিটি অভিনেতা-অভিনেত্রীকে উৎসাহ প্রদান করে। স্টার জলসার (Star Jalsha) দর্শকরা প্রত্যেক বছর পরিবার অ্যাওয়ার্ড এর জন্য অপেক্ষায় থাকেন। আর সেই দিন আসতে বেশি দেরী নেই খুব শীঘ্রই স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড ২০২৪ (Star Jalsha Porivar Award 2024) শুরু হতে চলেছে। পরিবার অ্যাওয়ার্ডের প্রোমো প্রকাশ্যে এসেছে। কিন্তু মূল পর্ব এখনও প্রকাশ পায়নি।
কে কে পেল এই অ্যাওয়ার্ড? কে কে পেল সেরা জুটির তকমা? অনুষ্ঠান এর শুটিং সম্পন্ন হতেই বেরিয়ে এসেছে কয়েকটি তালিকা। সেই লিস্ট দেখে চোখ আটকে গেল সকলের। সবথেকে বেশি চমক হল সেরা শাশুড়ির অ্যাওয়ার্ড। যতই লাবণ্য সেনগুপ্ত (Labonyo Sengupta) দীপার প্রতি অবহেলা করুক না কেন সেই মানুষটাই পেল সেরা শাশুড়ির তকমা। কিন্তু আফসোস একটাই সন্ধ্যার শাশুড়ি বিজয়া মাঠান (Bijaya Mathan) পেলনা সেরা শাশুড়ির অ্যাওয়ার্ড।
শুধু তাই নয়, সেরা ছেলের অ্যাওয়ার্ড পেয়েছে সূর্য। যা সকলকেই অবাক করিয়ে দিয়েছে। যদি সবকটা অ্যাওয়ার্ডের দিকে চোখ রাখা যায়, তাহলে দেখা যাবে ‘অনুরাগের ছোঁয়া’ই সবথেকে বেশি অ্যাওয়ার্ড পেয়েছে। বিচারকদের আসনে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং টোটা রায়চৌধুরী, আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কবে এই শোয়ের সম্প্রচার টিভির পর্দায় হবে তা এখনও জানা যায়নি। তবে আসুন একঝলকে দেখে নেওয়া যাক কে কে পেল অ্যাওয়ার্ড?
প্রিয় বউ :
স্বস্তিকা ঘোষ (অনুরাগের ছোঁয়ার দীপা)
প্রিয় ছেলে :
দিব্যজ্যোতি দত্ত (অনুরাগের ছোঁয়ার সূর্য)
প্রিয় খলনায়িকা :
অহনা দত্ত (অনুরাগের ছোঁয়ার মিশকা)
প্রিয় ট্রেন্ড সেটার :
অর্জুন চক্রবর্তী (অনুরাগের ছোঁয়ার অর্জুন)
প্রিয় ভাই :
প্রারদ্ধী সিংহ (অনুরাগের ছোঁয়ার জয়)
আরও পড়ুনঃ নন্দিনী দি, কালী দি অতীত, এবার ৫০ টাকায় পোলাও-চিকেন খাইয়ে ভাইরাল মুনমুন দিদি!
প্রিয় ছোটো সদস্য :
সোনা ও রূপা (অনুরাগের ছোঁয়া)
প্রিয় জামাই :
রোহন ভট্টাচার্য (তুমি আশেপাশে থাকলে-র দেব)
প্রিয় শ্বশুর :
অনিন্দ্য সরকার (হরগৌরী পাইস হোটেলের সাত্যকি)
দেবদূত ঘোষ (অনুরাগের ছোঁয়ার প্রবীর)
প্রিয় শাশুড়ি :
রূপাঞ্জনা মিত্র (অনুরাগের ছোঁয়ার লাবণ্য সেনগুপ্ত)
নবনীতা দে (তোমাদের রানীর শুক্লা)
প্রিয় নবাগতা সদস্য :
রানী (তোমাদের রানী)
গীতা (গীতা LLB)
পারো (তুমি আশেপাশে থাকলে)