TRP তলানিতে, মাঝপথেই ধারাবাহিক ছাড়লেন মুখ্য অভিনেত্রী! মনখারাপ অনুরাগীদের

Published On:

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মন দিতে চাই’ (Mon Dite Chai)। ধারাবাহিকটি ১০:৩০ এ সম্প্রচারিত হয়। ধারাবাহিকটি যখন শুরু হয়, তখন যে প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছিল তখন তাতে অন্যরকম কাহিনী দেখা গিয়েছিল, সকলেই বেশ উদগ্রীব ছিল ধারাবাহিকটি দেখার জন্য। কিন্তু যতদিন গেছে, ধারাবাহিকটির কাহিনী একেবারে উল্টো হয়ে গেছে।

ধারাবাহিকটি টিআরপি তালিকায় সেরকম ভাবে জায়গা করে নিতে পারেনি। দর্শকরা কাহিনী দেখে বিরক্ত হচ্ছেন। শোনাও যাচ্ছে খুব শিগগিরই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে। একে ধারাবাহিকের স্লট যা, তার উপর আবার টিআরপি নেই, শেষ তো হবেই। এর মাঝেই একটা খারাপ খবর শোনা গেল। যা শুনে সকলেই অবাক হবেন। দোয়েল চরিত্রে অভিনেত্রী শ্রীতমা মিত্র বিদায় নিচ্ছেন সিরিয়াল থেকে। এমনটাই জানা যাচ্ছে সূত্র অনুযায়ী।

actress sreetoma mitra leaving from mon ditey chai serial

ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অরুণিমা হালদার ও ঋত্বিক মুখার্জি। এই ধারাবাহিকের দ্বিতীয় নায়িকা হলেন শ্রীতমা মিত্র (Sritama Mitra)। স্টার জলসায় অরুণিমা হালদার বেশ জনপ্রিয়। তাই ধারাবাহিকের কর্তৃপক্ষরা ভেবেছিলেন অরুণিমাকে দিয়ে ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হবে, কিন্তু সেইরকমটা বিশেষ দেখা যাচ্ছে না। তবে তিতির-সোমরাজ জুটি দর্শকের বেশ পছন্দের।

আরও পড়ুনঃ মৃত্যুর মুখে কথা! গোবরদেবীকে বাঁচাতে ছুটে এল অগ্নিভ, রইল রুদ্ধশ্বাস প্রোমো

জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক। ‘বাংলা টকিস’ প্রোডাকশন হাউজের এই ধারাবাহিকে কারা কারা অভিনয় করবেন সেই কাস্টিং করা শুরু হয়ে গেছে। আর তাতেই নেওয়া হচ্ছে মন দিতে চাই ধারাবাহিকের দ্বিতীয় নায়িকা শ্রীতমা মিত্রকে। নতুন অফার পেয়ে শ্রীতমা মিত্র জানিয়েছেন আর দ্বিতীয় নায়িকার চরিত্রে অভিনয় করবেন না। তাহলে মন দিতে চাই এর কী হবে? তা বলবে সময়।

 

View this post on Instagram

 

A post shared by Aliya (@shritama_mitra37)

উল্লেখ্য, ২ জানুয়ারি ২০২৩ থেকে টিভির পর্দায় শুরু হয়েছে এই ধারাবাহিকটি। এক বছরের বেশি ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে। টিআরপি তালিকায় জায়গা না করে নিলেও এই যে এক বছরের বেশি সময় ধরে চলেছে এটাই অনেক বড় ব্যাপার। যেখানে মাত্র তিন-চার মাসেই একটা সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে সেখানে এত দিন চলছে ধারাবাহিকটি। এখন দেখার ধারাবাহিকটি আর কতদিন চলে।

× close ad