শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘ঝিন্দের বন্দী’ (Jhinder Bandi) এর প্রেক্ষাপট নিয়ে ১৯৬১ তে তপন সিংহ বানিয়ে ছিলেন ‘ঝিন্দের বন্দী’ সিনেমা। সেই ছবিতে দেখা গিয়েছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুই কিংবদন্তি মানুষ উত্তম কুমার (Uttam Kumar) এবং সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। এই ঝিন্দের বন্দী সিনেমা দেখে আজও মানুষ নস্টালজিয়ায় ভাসেন। কয়েকদিন আগে শোনা গিয়েছিল এই নস্টালজিক সিনেমা আবারও নতুনভাবে আসছে। আর সেই গুঞ্জনে শিলমোহর পড়ল।
তপন সিংহের ছবির কাহিনী অনুযায়ী, মধ্যপ্রদেশে অবস্থিত একটি জায়গা হল ঝিন্দের। সেখানকার রাজা শংকর সিংহের রহস্যজনক অন্তর্ধান নিয়ে আবর্তিত হয় গল্পটি। এই মূল গল্প অক্ষুন্ন রেখে নতুন ভাবে তৈরি হচ্ছে ছবিটি। অনেকেই ঝিন্দের বন্দী নিয়ে সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছিলেন। অঞ্জন দত্ত, পরমব্রত চট্টোপাধ্যায় উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত হয়নি।
কিন্তু এবার অরিন্দম শীল নিলেন সেই উদ্যোগ। আর এই উদ্যোগ এবার বাস্তবায়িত হবে। সূত্রের খবর, এই ছবির চিত্রনাট্যের কাজ শুরু হয়ে গিয়েছিল একবছর আগে। এখন চূড়ান্ত পর্যায়ে আছে। এই প্রজেক্টের বাজেট অনেক বেশি । তাই সূত্রের খবর অনুযায়ী ক্যামেলিয়া আর এসভিএফ একসঙ্গে মিলিত হয়ে এই কাজ করবেন। এসবের পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কাস্টিং।
সৌমিত্র আর উত্তমের জায়গা কে নেবে। যদিও জায়গা কেউ নিতে পারেনা। বলা ভালো তপন সিংহের কাস্টিং এর অনুরূপ অরিন্দম শীলের কাস্টিং কে হবে? শোনা যাচ্ছে অরিন্দম শীল বেছে নিয়েছেন যীশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্যকে। অনান্য কলাকুশলী কে থাকবে? তা এখনো জানা যায়নি।
সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ছবির শ্যুটিং হবে আগামী বছর। তবে এসব নিয়ে কেউ কিছুই বিস্তারিত জানাননি। সবটাই বোধহয় সারপ্রাইজ। এরকম ছবির জন্য বাঙালী ধৈর্য ধরতেও রাজি। এ বছর পুজোয় মুক্তি পেয়েছিল অরিন্দমের পরিচালিত ছবি জঙ্গলে মিতিন মাসি। এই ছবি বক্স অফিসে সেরকম সাড়া ফেলতে পারেনি। এবার এই ছবি কেমন হবে সেটাই দেখার।