‘প্রধান চরিত্র বাদে সবাই সাজানো পুতুল, অভিনয় আর না’! বিষ্ফোরক মন্তব্য জুঁই সরকারের

Published On:

Juiee Sarkar : টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রীই রয়েছেন, যারা পর্দার খুবই জনপ্রিয় । একটা সময় পরপর তাকে অনেকগুলো ধারাবাহিকেই দেখা গিয়েছিল, কিন্তু এখন আর দেখা যায়না। আর সেরকমই একজন অভিনেত্রী হলেন জুঁই সরকার (Juiee Sarkar)। তিনি অভিনয় করেছেন, উমা, বেদের মেয়ে জ‍্যোৎস্না, আমার দূর্গা, যমুনা ঢাকি, মাধবীলতা সহ আরও অনেক ধারাবাহিকে।

ঠাৎ করেই তিনি উধাও। কোথায় গেলেন এই অভিনেত্রী। কখনো তিনি হয়েছেন, দিদি আবার কখনো বান্ধবী আবার কখনো বৌদি, কখনো বা জাঁদরেল খল চরিত্র। সব চরিত্রেই তিনি সাবলীল। সব চরিত্রেই তিনি স্বয়ংসম্পূর্ণ। কিন্তু এত দক্ষ অভিনেত্রীর দেখা মিলছেনা কেন? এত নতুন নতুন ধারাবাহিক আসছে স্টার থেকে জি সেখানে কেন থাকছেন না? 

 

View this post on Instagram

 

A post shared by Juiee Sarkar (@juieesarkarofficial)

তিনি জানান, ‘মেগা সিরিয়ালে অদ্ভুত একটা ট্রেন্ড চলছে যেখানে………কিছু অভিনেতা-অভিনেত্রী কাজ করছেন, কিন্তু সেখানে চরিত্রের ভ্যারিয়েশন কমে গেছে। এখন অনেক চরিত্র নেওয়া হয়, কিন্তু সেগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করা হয়না। অনেক ভালো ভালো অভিনেতা নেওয়া হয়। অনেক সিনিয়র অ্যাক্টরকে বলতে শুনেছি ঠিক আছে, পেমেন্ট টা তো পাচ্ছিস।

আরও পড়ুনঃ মা হতে চলেছেন তৃণা! কবে বাবা হচ্ছেন নীল? সুখবর পেতেই আনন্দে লাফাচ্ছে ভক্তরা

এই ঔদাসীন্যে এই মানসিকতায় এখনও নিজেকে নিয়ে যেতে পারিনি’। এর কারণেই দেখা যাচ্ছে না। এর পাশাপাশি তিনি জানান, তাঁর একটা খিদে রয়েছে, ভালো চরিত্রের খিদে। বছর দুয়েক খিদেটা বেড়েই চলেছে কমছেনা। শেষ ধারাবাহিক উমা। উমা থেকে শুরু করে উমার আগে পর্যন্ত যে কটা চরিত্রে অভিনয় করেছেন।

সবকটাই সুন্দর এবং গুরুত্বপূর্ণ চরিত্র। আর এরকম গুরুত্বপূর্ণ চরিত্র আর পাচ্ছেন না। যেগুলো পাচ্ছেন, সেগুলো অতটাও গুরুত্বপূর্ণ নয়। তাই ভালো চরিত্র পেলে নিশ্চয়ই তিনি ফিরবেন। তবে তাঁর কথায়,  ইন্ডাস্ট্রির যা অবস্থা, পারিশ্রমিক নিয়েও যেখানে দরদাম হয়, সেখানে আর তিনি অভিনয় করতে চাননা।

অভিনয় করার ইচ্ছাই চলে গেছে। তিনি প্রচুর চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চান। আর সেকথা প্রোডিউসারদের পোস্ট করেও জানিয়েছেন। তিনি এও বলেছেন, সুযোগ  দিন, যদি চরিত্রে অভিনয় করতে পারেন, তাহলে রাখবেন, নাহলে বাদ দিয়ে দেবেন। কিন্তু সুযোগটা চাই। 

× close ad