Ritabrata Dey-Ashtami : জি বাংলায় (Zee Bangla) সদ্য শুরু হয়েছে ‘অষ্টমী’ (Ashtami) সিরিয়ালটি। এই সিরিয়ালে একদিকে আছে রহস্য আরেকদিকে আছে ভণ্ডামি। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী ঋতব্রতা দে (Ritabrata Dey) আর অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। ঋতব্রতাকে এর আগে দেখা গেছে কালারস্ বাংলার ‘নায়িকা নং ১’ ধারাবাহিকে।
আর অভিনেতা সপ্তর্ষিকে দেখা গিয়েছিল স্টার জলসার ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে। তারা দুইজনেই প্রথমবার জি বাংলায় কাজ করছেন। এইদিন দিদি নং ১ এর মঞ্চে হাজির হয়েছিল ‘অষ্টমী’র সদস্যরা। সেখানেই অভিনেত্রী নিজের জীবন সংগ্রাম নিয়ে তার মায়ের সংগ্রাম নিয়ে মুখ খোলেন। অভিনেত্রীর কথায় সেদিন উঠে আসে তার জীবনের অনেক অজানা তথ্য।
জানা যায়, অভিনেত্রী অনেক ছোটবেলায় তার বাবাকে হারিয়েছিলেন। বাবাকে হারানোর পর মায়ের সাথেই বড় হয়ে উঠেছেন তিনি। তার মা একজন সিঙ্গল পেরেন্টই বলা যায়। অভিনেত্রীর কথায়, মায়ের জন্যই তার অভিনয়ে আসাটা সম্ভবপর হয়েছে। ঋতব্রতার ইচ্ছা ছিল পড়াশুনা শেষ করে একটা ভালো চাকরি করবেন। তবে মা তাকে ভালো রাখতে, বড় করতে অনেক কষ্ট করেছেন।
আরও পড়ুনঃ শ্যুটিংয়ে যৌন হেনস্থার শিকার, অতীতের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে অকপট অভিনেত্রী ইন্দ্রানী হালদার
তাই মায়ের জন্য কিছু করবেন, মাকে ভালো রাখবেন এই চিন্তা থেকেই তার অভিনয় শুরুটা। শুরুটা তার সাধারণ ভাবেই হয়েছিল। নিজে থেকেই অডিশন দিতে শুরু করেন। তারপর ছোট ছোট কাজ করতেন। তারপর প্রথমে কালারস্ বাংলা আর বর্তমানে জি বাংলার নায়িকা তিনি। নিজের ক্যারিয়ারের শুরুতে অষ্টমীর মত একটা চরিত্র করতে পেরে খুব খুশি অভিনেত্রী।
‘অষ্টমী’তে অন্ধের চরিত্রে কাজটা খুবই চ্যালেঞ্জিং। পর্দার ‘অষ্টমী হয়ে উঠতে নিজের বাড়িতেই ওয়ার্কশপ করেছেন ঋতব্রতা। দর্শকের কাছে অষ্টমী কতটা জনপ্রিয়তা পাবে তা সময়ের সাথেই জানা যাবে। প্রসঙ্গত, এই সিরিয়ালের গল্প অনুযায়ী অষ্টমী একজন শিক্ষক। কাজের সূত্রে নবগ্রামে শিক্ষকতা করতে আসে সে। আর সেখানেই ভন্ড জমিদার ঠাকুর পুরুষোত্তমের মুখোশ খুলবে সে।