Biswajit Ghosh Majumder-Prakash : বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতে এমন কিছু অভিনেতা রয়েছেন, যারা একটা বা দুটো চরিত্র করেই হঠাৎ উধাও হয়ে যায়। এই উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা কখনো নিজের ইচ্ছায়, আবার কখনো অন্যের ইচ্ছায়। এই তালিকায় বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তার মধ্যে একজন হলেন বিশ্বজিৎ ঘোষ মজুমদার (Biswajit Ghosh Majumder)। একটা ধারাবাহিক করেই আর তাঁকে দেখা যায় না। কিন্তু কেন? ইন্ডাস্ট্রি কি ছেড়ে দিলেন ‘সুবর্ণলতা'(Subarnalata)র অভিনেতা?
আশাপূর্ণা দেবীর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে মুখ্য চরিত্র সুবর্ণর ভূমিকায় অভিনয় করেছিলেন অনন্যা চট্টোপাধ্যায়, অনন্যার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু , শাশুড়ির চরিত্রে অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, আর দেওরের চরিত্রে অভিনয় করেছিলেন বিশ্বজিৎ ঘোষ মজুমদার।
তাঁর চরিত্র সকলের মনে দাগ কেটেছে। কিন্তু এই ধারাবাহিকের পর আর এই অভিনেতাকে দেখা যায়নি। তবে চিন্তার কোনো কারণ নেই, ইন্ডাস্ট্রি তিনি ছাড়েননি। তাঁকে দেখা যাবে বড় পর্দায়। দেবের আসন্ন সিনেমা প্রধানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রের জন্য কোনো অডিশন বা কোনোরকম স্ক্রিন টেস্ট দেননি। এমনকি কোনো স্ক্রিপ্টও পড়েননি এগুলো ছাড়ায় অভিনয় করেছেন।
এই দারুন সুযোগের জন্য ধন্যবাদ দিয়েছেন দেব, অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেনকে। আসলে তিনি থিয়েটারের অভিনেতা। থিয়েটারের অভিনয় দেখেই পরিচালক তাঁকে বেছে নিয়েছেন। কিন্তু এখন তো সকলেই ছোটো পর্দায় অভিনয় করছেন। সুবর্ণলতা তো কবে শেষ হয়েছে। এতদিন কোথায় ছিলেন তিনি? এত দেরীতে ফিরলেন কেন?
আসলে তিনি ভালো চরিত্রের জন্য অপেক্ষা করছিলেন। তাই এতদিন ছোটো পর্দায় ফেরেননি। তাঁর মতে অভিনয় পেশায় দরকার ধৈর্যর। সেই ধৈর্য না থাকলে কিছুই হয়না। তাই ভালো চরিত্র পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। আর এর জন্য অনন্তকাল ধরে অপেক্ষা করতে রাজি আছেন। বড়পর্দায় ভালো চরিত্র পেয়েছেন তাই তিনি বড়পর্দায় ফিরলেন।