Kar Kache Koi Moner Katha : জি বাংলার (Zee Bangla) বহুল চর্চিত এক সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’। শিমুল চরিত্র বাস্তবের শিমুলদের জীবনে লড়াই করার এক আলাদা সাহস যোগায়। শিমুলের লড়াই পর্দা ছাড়িয়ে দর্শকের মনে গেঁথে গেছে। শিমুল শুধু নিজের জন্য লড়াই করে না। সে এমন একটা চরিত্র যে নিজের চারপাশের অবহেলিত মানুষ গুলোর অধিকারের লড়াইতে সাহস করে এগিয়ে যায়। তাদের সাহস দেয়।
বিয়ে হয়ে এসে থেকে নিজে সংসারে শান্তি না পেলেও শাশুড়িকে তার ছেলেদের স্বরূপ চিনিয়েছে। নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে না রেখে প্রাণ খুলে বাঁচতে সাহস দিয়েছে। মানসিক ভাবে অসুস্থ শিমুলকে আর পাঁচটা সাধারণ মানুষের মতই গণ্য করেছে। ভালোবেসে নিজের আপন মানুষ করে নিয়েছে। শুধু এইটুকুই নয়।
নিজের প্রাপ্য বিলিয়ে দিয়েছে পুতুলের ভবিষ্যৎ চিন্তা করে। শিমুল পরাগের থেকে ডিভোর্স দেওয়ার জন্য ৫ লক্ষ টাকা নিয়েছিল। সবাই ভাবে শিমুল সেটা নিজের প্রয়োজনে নিয়েছে। কিন্তু সকলের ভুল ভাঙে যখন জানতে পারে শিমুল সেই টাকা পুতুলের নাম ফিক্সড করে দিয়েছে। শাশুড়ির ভুল ভেঙে যায় বরাবরের জন্য।
আরও পড়ুনঃ বড়পর্দায় পা দিতেই বেড়েছে অহংকার! ‘মিঠাই’ প্রসঙ্গে মুখ খুললেন পর্দার পিসি
পরাগ শিমুলকে ডিভোর্স দিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করছে। পরাগের মায়ের সম্মতি না থাকলেও না করতে পারেননি। তবে শিমুলের মত খাঁটি হীরেকে হারাতে তার বুক ফাটছে। তবে শিমুল প্রিয়াঙ্কাকে আগুন থেকে বাঁচিয়ে সকলকে বুঝিয়ে দিয়েছে সে আর যাই হোক কখনই স্বার্থপর নয়। প্রিয়াঙ্কার বাবা মেয়ের হয়ে শিমুলের কাছে ক্ষমা পর্যন্ত চেয়ে নেন।
আরও পড়ুনঃ মেয়ে মৃত্যুশয্যায়, বাবা লড়ছে ইগোর লড়াই! সূর্যকে দেখে ছিঃ ছিঃ করছেন দর্শকেরা
এদিকে, এতদিনে গল্পে এসেছে সেই প্রতীক্ষিত মোড়। যেখানে পুতুলের জন্য এসেছে এক রাজপুত্র। সম্প্রতি, ধারাবাহিকে আরও একটি নতুন এন্ট্রি হয়েছে। সেই চরিত্রটি হল পুতুলের স্কুলের শিক্ষক। যিনি পুতুলদের মত শিক্ষক শিক্ষার্থীদের সুস্থ করে তোলার কারিগর। আর এই চরিত্র দেখে দর্শক নিঃসন্দেহে বলতে পারেন এই আগামী দিনে পুতুলের মনের মানুষ হতে চলেছে।