‘আমরাও মানুষ, কাটলে তো রক্ত….’, ট্রোলারদের যোগ্য জবাব দিয়ে মুখ বন্ধ করালেন সৌমিতৃষা

Published On:

অনেকেই রয়েছেন যারা অন্যের ভালো সহ্য করতে পারেন না। শুধু তাই নয় অনেক তারকাই হঠাৎ করে প্রচুর জনপ্রিয়তা পেয়ে গেলে নিজেদের বদলেও ফেলেন। আর তার পরিপ্রেক্ষিতে তাদের সহ্য করতে হয় কটাক্ষ। তেমনটাই ঘটেছে টলিউড (Tollywood) অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু(Soumitrisha Kundu)র জীবনে। তার এত সাফল্যের কারণে তিনি নাকি অহংকারী হয়ে পড়েছেন। তাই তাকে ঘিরে নানান ট্রোল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

মিঠাই ধারাবাহিকের আগে অনেক ধারাবাহিকে অভিনয় করলেও সৌমিতৃষাকে জনপ্রিয় করে তুলেছে মিঠাই ধারাবাহিক। এই ধারাবাহিকে তাঁর অভিনয়, তাঁর খ্যাতি আজও দর্শকরা ভুলতে পারেননি। আর এই খ্যাতির সৌজন্যে তাঁর কাছে সুযোগ আসে ‘প্রধান’ ছবির। এত কম বয়সে এত তাড়াতাড়ি বড় পর্দায় সুযোগ পাওয়া দেখে অনেকেই তাঁকে ট্রোল করছে।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

একদিকে যেমন রয়েছেন সাফল্যের শীর্ষে তেমনি  রয়েছেন সমালোচনার শীর্ষে। কেউ বলছেন সৌমিতৃষা খুব অহংকারী হয়ে পড়েছেন, আবার কেউ বলছেন দেবের পা চেটে তবেই বড় পর্দায় সুযোগ পেয়েছেন। এই সমালোচনা দীর্ঘদিন ধরেই চলছে, এবার আর তিনি চুপ রইলেন না। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া তো এই জন্যই আছে। সমালোচনা করার জন্য। আমার বেশ মজাই লাগে।

আরও পড়ুনঃ প্রতিশোধের নেশায় একের পর এক ষড়যন্ত্র, দত্ত বাড়িকে ধুলিস্যাৎ করতে ফের নতুন চাল ইশার

তিনি বলেন, ‘আমরাই কি শুধু এন্টারটেইনমেন্ট করব? আমাদেরও তো এন্টারটেইনমেন্ট দরকার নাকি। আমি সমালোচনা গুলো এভাবেই নিই। আমরাও তো মানুষ কিছু কিছু কথা রয়েছে যেগুলো সত্যিই আমাদের খারাপ লাগে। আমরাও তো মানুষ। কাটলে তো রক্ত বেড়াবে। কিন্তু হাসি-মজার ছলে সেগুলোকে উড়িয়ে দিই।’

এর পাশাপাশি তাঁর একটা লক্ষ্য রয়েছে, আজ যারা যারা তাঁকে নিয়ে সমালোচনা করছে, একদিন এমন ভালো ভালো কাজ করব পরে তারাই তাঁকে নিয়ে মাথায় তুলে নাচবে। তাই এই সব সমালোচনা গুলো নিয়ে মাথা ঘামাতে চাননা, বরং সামনের দিকে এগিয়ে যেতে চান। এগুলো নিয়ে যদি আঁকড়ে ধরে থাকেন তাহলে লক্ষ্যভ্রষ্ট হবেন।

× close ad