বাংলা ধারাবাহিকের (Bengali Serial) বড় নির্ণায়ক টিআরপি। সাধারণ মানুষ থেকে কলাকুশলী সকলেই টিআরপির জন্য অপেক্ষা করে থাকেন। প্রত্যেক বৃহস্পতিবার এই টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পায়। আর প্রত্যেক ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ও তালিকায় স্থান দেখে দর্শক বুঝতে পারেন কোন সিরিয়াল কতটা জনপ্রিয়তা পাচ্ছে। আর কোন সিরিয়াল পাচ্ছেনা। এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিক টিআরপি তালিকাতে কামাল করেছে। সকলের চোখ থাকে কোন ধারাবাহিক সবার শীর্ষে জায়গা করে নিল?
প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহেও টিআরপি তালিকাতে সবার প্রথমে জায়গা করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’। এর প্রাপ্ত নম্বর ৮.৭। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও দ্বিতীয় স্থান দখল করেছে ‘ফুলকি’। আর শুধু ফুলকি নয়, এবার তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থান দখল করেছে ‘গীতাLLB’। তবে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি কয়েকসপ্তাহ ধরে নম্বর এতটাই কমে গেছিল তা দেখে অনুরাগীরা বেশ দুঃখ পাচ্ছিলেন।
আরও পড়ুনঃ লুকোচুরি শেষ! উৎসবকে গ্রেফতার করল ‘জগদ্ধাত্রী’, ধামাকাদার প্রোমো ঘিরে উচ্ছাস নেটপাড়ায়
তবে এই সপ্তাহে টিআরপি নম্বর অনেকটাই বেড়েছে। একেবারে তৃতীয় স্থানে উঠে এসেছে সিরিয়ালটি। বরাবরের মতো এ সপ্তাহেও চতুর্থ তালিকাতেই রয়েছে অনুরাগের ছোঁয়া। আর সবথেকে বড় ব্যাপার হল ‘কথা’ ধারাবাহিকটি একেবারে পঞ্চম স্থানে উঠে এসেছে। সপ্তম স্থান থেকে একেবারে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ‘কোন গোপনে মন ভেসেছে’। এদেখে নেওয়া যাক একনজরে টিআরপি তালিকা।
১ লা ফেব্রুয়ারী বাংলা সিরিয়ালের সেরা দশ ধারাবাহিকের টিআরপি
** প্রথম- জগদ্ধাত্রী (৮.৭)
** দ্বিতীয়- ফুলকি / গীতা LLB (৮.১)
** তৃতীয়- নিম ফুলের মধু (৭.৮)
** চতুর্থ- অনুরাগের ছোঁয়া (৭.২)
** পঞ্চম- কথা (৭.১)
* ষষ্ঠ – কোন গোপনে মন ভেসেছে / সন্ধ্যাতারা (৬.৯)
* সপ্তম – লাভ বিয়ে আজকাল (৬.৬)
* অষ্টম – তোমাদের রাণী / জল থই থই ভালবাসা (৬.৫)
* নবম – তুমি আশে পাশে থাকলে (৬.১)
* দশম – হরগৌরী পাইস হোটেল (৫.৮)
ধারাবাহিকের পাশাপাশি জি বাংলায় যে নন-ফিকশন শো গুলি হয় সেগুলিও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এই সপ্তাহে নন-ফিকশন শো এর দৌড়ে ৬.৭ পেয়ে এগিয়ে আছে দিদি নং ১ শো এর সানডে স্পেশাল পর্ব। তারপর ঘরে ঘরে জি বাংলা ১.৪ নম্বর পেয়েছে।