কিছুদিন আগেই স্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে এক নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের নাম হল ‘চিনি’ (Cheeni)। রহস্যে ঘেরা পুনর্জন্মের গল্পের মোড়কে তৈরী এই সিরিয়াল। শুরু থেকেই ধারাবাহিকে দেখা গেছে রহস্যের ছায়া। তবে এখনও পর্যন্ত দর্শকের মনে বিশেষ ছাপ ফেলতে পারেনি ‘চিনি’। টিআরপি তালিকায় চোখ রাখলেই তা স্পষ্ট বোঝা যাবে।
আর বর্তমানে যেকোনো সিরিয়ালের ভাগ্য নির্ধারক কেবল টিআরপি। টিআরপি থাকলে সেই সিরিয়াল দীর্ঘ চলবে আর টিআরপি না থাকলে সেই সিরিয়াল বন্ধের তোড়জোড় শুরু হয়ে যায়। সময় বেঁধে দেওয়া হয়। টিআরপি উঠলে ভালো নাহলে খুব কম সময়েই বন্ধ হয়ে যায় সেই সিরিয়াল। এইরকম উদাহরণ বিগত কয়েকটা ধারাবাহিকে দেখা গেছে।
চিনিও শুরু থেকে বিশেষ জনপ্রিয়তা না পাওয়ায় ঘটে গেল ধারাবাহিকে বড়সড় বদল। সিরিয়ালের মুখ্য চরিত্রকে বদলে দেওয়া হল রাতারাতি। বেশকিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল এই খবর। আর দর্শকের সেই জল্পনাই সত্যি হয়ে গেল। ইন্দ্রানী ভট্টাচার্য(Indrani Bhattacharyya)কে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে অভিনেত্রী বিজয়লক্ষ্মী চ্যাটার্জি(Bijaylakshmi Chatterjee)কে। তাকে এই মুহূর্তে পর্দায় দেখে ফেলেছেন সকলেই।
বিজয়লক্ষ্মী সিরিয়ালে অভিনয় শুরু করেছিলেন ‘সংসার সুখের হয় রমণীর গুনে’ থেকে তারপর তাকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার ‘রানু পেল লটারী’তে। অভিনেতা ক্রুশল আহুজার বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। চিনি চরিত্রে তাকে দেখতে মানানসই লাগলেও পুরোনো চেহারা দর্শকের ভুলতে তো সময় লাগেই।
View this post on Instagram
প্রসঙ্গত, এর আগেও ‘লাভ বিয়ে আজকাল’ থেকে মুখ্য চরিত্র শ্রাবণকে সরানোর জন্য দর্শক বেশ ক্ষিপ্ত হয়েছিলেন। এবারে ইন্দ্রানীর অনুরাগীরাও বেশ ক্ষিপ্ত। এবার দেখার বিজয়লক্ষ্মী ধারাবাহিকের টিআরপিতে কোনো বদল আনতে পারেন কিনা? নাকি খুব কম সময়েই চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত নেবে ‘চিনি’।