সুযোগ পেতেই পর্ণাকে টেক্কা! জ্যাস না ফুলকি সেরা হল কে? রইল চমকে দেওয়া TRP তালিকা

Published On:

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের বৃহস্পতিবার হলেই অপেক্ষা শুরু হয় কখন প্রকাশ্যে আসবে টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকা। ধারাবাহিকের গল্প যেমনই হোক না কেন, টিআরপি কমলেই শেষের পথে পা বাড়াবে সেটা। ইতিমধ্যেই TRP লিস্ট প্রকাশ্যে এসেছে, যেটা দেখে একটু হলেও চমকে গিয়েছেন সকলেই।

গত সপ্তাহের মত এসপ্তাহেও সেরার জায়গা ছিনিয়ে নিয়েছে জ্যাস সান্ন্যাল। ৯.১ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে জ্বলজ্বল করছে জগদ্ধাত্রী সিরিয়ালের নাম। এর ঠিক পরেই রয়েছে জি বাংলারই আরেক মেগা, ফুলকি। এসপ্তাহে ৮.৪ পয়েন্ট পেয়েছে ফুলকি। অন্যদিকে সামান্য একটু নম্বর কমে ৮.৩ পয়েন্ট সহ তৃতীয় স্থানে রয়েছে গীতা LLB। তবে চমক রয়েছে চতুর্থতে, গত সপ্তাহে পর্ণা থাকলেও এবারে বাজিমাত করেছে অনুরাগের ছোঁয়া। ৭.৮ পয়েন্টে চতুর্থ সূর্য-দীপার কাহিনী।

11th january bengali serial trp list

এরপর পঞ্চম স্থানেই রয়েছে প্রতিদ্বন্দ্বী নিম ফুলের মধু, পেয়েছে ৭.৭ পয়েন্ট। এরপর রয়েছে কার কাছে কই মনের কথা। গল্পে পরাগকে বিয়ের দিনেই বিষ খাইয়েছে প্রতীক্ষা, এরপর দোষ দিয়েছে শিমুলের নামে। তারপর সকলে মিলে হাজারো কথা শুনেই শিমুলকে জেলে পাঠানোর ব্যবস্থাও করে ফেলেছে। তাই প্রতিটা পর্ব যে টানটান উত্তেজনার তা বলতেই হয়। সপ্তম স্থানে আছে তোমাদের রাণী ও কোন গোপনে মন ভেসেছে। দুজনেই ৬.৯ পয়েন্ট পেয়েছে আজকের টিআরপি তালিকায়।

আরও পড়ুনঃ বিয়ে সেরে ফেললেন শ্বেতা-রুবেল? অভিনেত্রীর মিষ্টি ছবি দেখে শুভেচ্ছা অনুরাগীদের!

অষ্টম স্থানে রয়েছে ‘গোবর দেবী’ থুড়ি কথা। ৬.৮ পেয়ে বাকিদের টেক্কা দিয়েছে কথা-অগ্নিভর কাহিনী। এরপর নবম স্থানে আছে লাভ বিয়ে আজকাল ও জল থই থই ভালোবাসা। দুজনেরই প্রাপ্ত পয়েন্ট ৬.৬। আর সব শেষে আছে তুমি আশেপাশে থাকলে, যেটা ৬.২ পেয়েছে। নিচে সেরা দশের নম্বর সহ সম্পূর্ণ তালিকা দেওয়া রইল।

২৫শে জানুয়ারি বাংলা সিরিয়ালের সেরা দশ ধারাবাহিকের টিআরপি 

** প্রথম- জগদ্ধাত্রী (৯.১)
** দ্বিতীয়- ফুলকি (৮.৪)
** তৃতীয়- গীতা LLB (৮.৩)
** চতুর্থ- অনুরাগের ছোঁয়া (৭.৮)
** পঞ্চম- নিম ফুলের মধু (৭.৭)
* ষষ্ঠ – কার কাছে কই মনের কথা (৭.০)
* সপ্তম – তোমাদের রানী / কোন গোপনে মন ভেসেছে (৬.৯)
* অষ্টম – কথা ( ৬.৮)
* নবম – লাভ বিয়ে আজকাল / জল থই থই ভালোবাসা (৬.৬)
* দশম – তুমি আশেপাশে থাকলে (৬.২)

× close ad