Target Rating Point : প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পেয়েছে। এই তালিকার উপর নির্ভর করে বহু সিরিয়ালের টিকে থাকা। বহু সময় ধরে যে সমস্ত সিরিয়াল পর্দায় চলছে এই টিআরপির পয়েন্টের উপরেই সেই সিরিয়ালের অস্তিত্ব নির্ভর করে একপ্রকার। যে সিরিয়াল দিনের পর দিন টিআরপি পাচ্ছেনা।
তালিকায় বিশেষ জায়গা করে নিতে পারছেনা তাদের গল্প শেষ হওয়ার পূর্বেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ। বিগত কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় চোখ রাখলে দেখা যাবে, সকলকে পিছনে ফেলে ফুলকি তালিকায় এগিয়ে রয়েছে। বেঙ্গল টপার হয়েছে ফুলকি। কিন্তু সেই দৌড়ে বিশেষ পিছিয়ে নেই জগদ্ধাত্রী বা নিম ফুলের মধু।
পিছিয়ে পড়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। বর্তমানে তালিকায় ক্রমশ নিম্নমুখী হতে দেখা যাচ্ছে এই সিরিয়ালটিকে। পাশাপাশি, এই সপ্তাহে দোল উপলক্ষ্যে কোন গোপনে মন ভেসেছে আর নিম ফুলের মধুর যে মহামিলন পর্ব ছিল তা বেশ ভালো রেটিং পেয়েছে চার্টে। কার কাছে কই মনের কথাও তার জনপ্রিয়তা হারাচ্ছে। তবে গল্পে যে বদল আসছে তার পর কি হয় সেটাই দেখার।
বাংলা সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্ট লিস্ট (Bengali Serial Target Rating Point List)
★ প্রথমঃ নিম ফুলের মধু – ৭.৮
★ দ্বিতীয়ঃ ফুলকি – ৭.৬
★ তৃতীয়ঃ জগদ্ধাত্রী – ৭.৩
★ চতুর্থঃ গীতা LLB – ৬.৯
★ পঞ্চমঃ কোন গোপনে মন ভেসেছে – ৬.৫
➤ কথা – ৬.৩
➤ কার কাছে কই মনের কথা/অনুরাগের ছোঁয়া – ৫.৫
➤ বঁধুয়া – ৫.১
➤ জল থই থই ভালোবাসা/আলোর কোলে – ৫.০
➤ মিঠিঝোরা – ৪.৭
এই সপ্তাহে বঁধুয়া তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। এই সপ্তাহে একই স্লটে সমান পয়েন্ট নিয়ে তালিকায় জায়গা করে নিয়েছ জল থই থই ভালোবাসা আর আলোর কোলে সিরিয়ালটি। সেরা দশে জায়গা করতে সক্ষম হয়েছে ‘মিঠিঝোরা’ সিরিয়ালটি। সিরিয়াল ছাড়াও বিনোদনের মাধ্যম নন-ফিকশন শো গুলিও দর্শক বেশ উপভোগ করেন। এই সপ্তাহে নন-ফিকশন শো এর দৌড়ে সর্বোচ্চ নম্বর ৫.৭ পেয়েছে দিদি নং ১। দাদাগিরি পেয়েছে ৪.৫ নম্বর আর ঘরে ঘরে জি বাংলা পেয়েছে ১.৩ নম্বর।