টলিউডের (Tollywood) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবশ্রী রায় (Debashree Roy)। তিনি হলেন এভারগ্রীন। দেবশ্রী রায়ের ভক্ত অগুন্তি। ৩৫ টারও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দেবশ্রী রায়ের সমসাময়িক আরও অনেক অভিনেত্রী যখন ছোটো, বড়ো, সিরিজ সব প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করছিলেন, তখন দেবশ্রীকে দেখা যায়নি। সকলেরই একটাই প্রশ্ন কেন তাঁকে দেখা যায়নি?
দেবশ্রীকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক সর্বজয়া তে। এখানে অনেকদিন পর তাঁর দেখা মিলেছিল। টিআরপির অভাবে তা শেষ হয়ে যায়। এরপর আর সঙ্গে সঙ্গে তিনি ফেরেননি। বর্তমানে তিনি ফিরছেন হইচই প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ (Web Series) ‘কেমিস্ট্রি মাসি’ (Chemistry Masi)। বুধবার অর্থাৎ ২৪ জানুয়ারি মুক্তি পেয়েছে ট্রেলার। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।
দেবশ্রী (সুচরিতা) একসময় ভালোবাসতেন রসায়ন । আর তাই সেই স্বপ্নকে সাথে নিয়ে বিয়ের পরে অনলাইনে গরীব ছেলেমেয়েদের পড়ায়। তাঁর এই কাজের মাঝে বাঁধা হয়ে দাঁড়ায় এক ব্যাবসায়িক প্রতিষ্ঠান। চক্রান্ত করে প্রশ্নপত্র ফাঁস করে ফাঁসিয়ে দেওয়া হয়। গ্রেফতার করা হয়। এই পরিস্থিতিতে তাঁর পাশে কি দাঁড়াবে পরিবারের কেউ? সেটাই এখন দেখার।
আরও পড়ুনঃ ‘আমরাও মানুষ, কাটলে তো রক্ত….’, ট্রোলারদের যোগ্য জবাব দিয়ে মুখ বন্ধ করালেন সৌমিতৃষা
তাঁর এই সিরিজ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘অনেক দরিদ্র ছাত্র-ছাত্রী রয়েছে, যারা শিক্ষার আলো পাচ্ছে না। এই সিরিজে সেটাই দেখা যাবে । এছাড়াও দেখা যাবে নানা সমসাময়িক ঘটনার কথা’। ট্রেলার দেখে অনেকেই বেশ আগ্রহী সিরিজটা দেখার জন্য। এই সাফল্যটা তো অনেক আগে আসা উচিত ছিল। কিন্তু কেন তা হয়নি?
এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘ রাজনীতির জন্য। যে কাজটা করি মন দিয়েই করি। রায়দীঘিতে কি কাজ করেছি সেখানে গেলেই বুঝতে পারবেন। ওটার জন্যই অভিনয়ে অবহেলা। এছাড়া আমি ভালো কাজের অপেক্ষা করছিলাম। এই গল্প পাওয়ার পরে অনেক ভেবেচিন্তে হ্যাঁ বলেছি। কাজ করতে চাই বলেই অভিনয় করছি এমনটা নয়। কারণ লোকে বলবে এবাবা দেবশ্রী এই কাজ করল। তাই বেছে কাজ করি’।