পর্দায় এবার নতুন জুটি, স্বীকৃতি অতীত! অর্পণ-স্বস্তিকা জুটির ম্যাজিক ছড়াবে দর্শকমহলে

Published On:

Arpan-Swastika : টলি (Tollywood) ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেতা হলেন, অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। এই অর্পণ ঘোষাল নামের থেকে সবাই তাকে চেনেন ‘ডোডো’ বলে। স্টার জলসার ‘মেয়েবেলা‘ ধারাবাহিক তাঁকে এই জনপ্রিয়তাটা দিয়েছে। সেই এক চুটকিতে ভাগ্য খুলে যায়। সেরকমই এক চুটকিতে ভাগ্য খুলেছিল অর্পণের। কিন্তু মেয়েবেলার পর আর দেখা মেলেনি অর্পণের।

তবে কি এক চুটকিতেই জনপ্রিয়তা শেষ? না ঠিক তা নয়, আবারও সে ফিরছে পর্দায়। অর্পণ ঘোষালের শুরুটা হয়েছিল থিয়েটার থেকে। এই থিয়েটারের মঞ্চই তার ভালোবাসা, তার প্রথম আবেগ তার সবকিছু। থিয়েটার দিয়েই শুরু অভিনয়। অভিনয় করেছেন কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেসবাড়ি’। সম্ভবত এটাই অর্পণের প্রথম ধারাবাহিক।

Arpan Ghoshal and Swastika Dutta coming together

প্রথম ধারাবাহিক অর্পণকে চেনাতে পারেনি, অর্পণকে চিনিয়েছে  মেয়েবেলা ধারাবাহিক। আর তাই সকলেই তাকে খুঁজছেন। তবে চিন্তার কোনো বিষয় নেই, খুব শীঘ্রই ফিরছেন তিনি। দেখা মিলবে ‘বসন্ত এসে গেছে’(Basanta Ese Gache)তে। তবে এটা কোনো সিরিয়াল নয়, এটা সিরিজ। আড্ডাটাইমস এর একটি সিরিজ। এই সিরিজে অর্পণ জুটি বাঁধছেন টলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্তের (Swastika Dutta) সাথে।

আরও পড়ুনঃ গুঞ্জন শেষে সামনে এল শন-অনুষ্কার নতুন ধারাবাহিকের প্রোমো! বেজায় খুশি ভক্তরা

এছাড়াও আরও এক অভিনেত্রী রয়েছেন মুখ্য চরিত্রে তিনি হলেন সাক্ষী সাহা। স্বস্তিকার চরিত্রের নাম চন্দ্রিমা। স্বস্তিকাকে দেখা যাবে অর্পণের স্ত্রীর চরিত্রে। অর্পণের চরিত্রের নাম নিশান। নিশান একজন স্কুল শিক্ষক। শিক্ষক আর ছাত্রীর মধ্যে গড়ে ওঠা সম্পর্ক নিয়ে তৈরী হবে এই সিরিজ। শিক্ষক বিবাহিত জেনেও তাকে প্রেম পত্র পাঠায় ছাত্রী তিয়াসা। । আর এই ছাত্রীর চরিত্রে অভিনয় করবেন সাক্ষী সাহা।

 

View this post on Instagram

 

A post shared by Addatimes (@addatimes_)

তিয়াসার প্রেম পত্র নিশান আর চন্দ্রিমার জীবনে কি বয়ে নিয়ে আসে সেটাই দেখার। স্বস্তিকা আর অর্পণ এই দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী প্রথম একসাথে জুটি বেঁধে কাজ করছেন। এর আগে দুজনকে দেখা গিয়েছিল হইচই-এর ‘গভীর জলের মাছ’ ওয়েব সিরিজে। তবে সেখানে জুটি বেঁধে কাজ করেননি। দর্শকরা অপেক্ষায় রয়েছেন নতুন জুটির কাজ দেখার। এই সিরিজ মুক্তি পাবে চলতি বছরের ১ মে।

× close ad