‘এই কারণেই TRP কমছে’! ‘নিম ফুলের মধু’ দেখে বলছেন ক্ষুব্ধ দর্শকেরা

Published On:

দর্শকদের কাছে কোনো ধারাবাহিকই যাতে একঘেঁয়ে হয়ে না পরে সেইদিকটা খেয়াল রাখার চেষ্টা লেখকরা বরাবর করে থাকেন। কিন্তু গল্পের চলমানতায় মাঝে মাঝে এমন কিছু মোড় দেখতে পাওয়া যায় যা ভালোও হতে পারে আবার সেই ধারাবাহিকের পতনের কারণ হয়েও দাঁড়াতে পারে। জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। তবে এবার ধীরে ধীরে একঘেঁয়ে হয়ে উঠছে গল্প।

শুরু থেকেই এই ধারাবাহিক ছিল জমজমাট। প্রত্যেক সপ্তাহে ছিল নতুন নতুন চমক। এছাড়া গোটা দত্ত পরিবারটাই এই ধারাবাহিকের মূল ইউএসপি। প্রত্যেকটা অনুষ্ঠান, আনন্দের সাথে ধুমধাম করে পালিত হয় দত্ত পরিবারে। সেখানে যতই গোলমাল থাকুক, যতই হিংসা থাকুক না কেন দিনশেষে তারা একই পরিবারের লোকজন। সেই প্রমান কিছু বিপদের মধ্যে দিয়ে পেয়ে গেছেন দর্শক।

audience angry on Neem Phooler Madhu serial story

কিন্তু তবুও এত কিছু থাকতেও কোথাও গিয়ে কমে যাচ্ছে গল্পের জোর। দর্শকদের জন্য বড্ড বিরক্তকর হয়ে উঠছে সিরিয়ালটি। আর তাই তো যত দিন অতিক্রান্ত হচ্ছে ততই তালিকায় নিচের দিকে স্থান হচ্ছে ‘নিম ফুলের মধু’র। আগে এই সিরিয়াল তালিকায় প্রথম তিনি থাকত আর এখন সেই সিরিয়াল পঞ্চম স্থানে নেমে এসেছে।  আর এর কারণ একটাই ইশা।

আরও পড়ুনঃ সুযোগ পেতেই পর্ণাকে টেক্কা! জ্যাস না ফুলকি সেরা হল কে? রইল চমকে দেওয়া TRP তালিকা

দত্ত বাড়ি এখন একের পর এক বিপদের মুখে পড়ছে। আগে পর্ণার উপর আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা ভাবে প্রতিশোধ নিত। কিন্তু এখন ইশা হয়ে উঠেছে তাদের এক এবং একমাত্র শত্রু। সে বারবার সৃজনকে বিপদের মুখে ফেলছে। ধারাবাহিকের মুখ্য ভিলেন যেন ইশাই হয়ে গেছে। আর তাকে সাহায্য করে চলেছে অয়ন আর মৌমিতা।

audience angry on Neem Phooler Madhu serial isha character

দর্শকরা তাই চাইছেন এই গল্পে বদল আসুক। একঘেয়েমি দূরে যাক। ইশা শাস্তি পাক। দত্ত বাড়ি বিপদ থেকে মুক্ত হোক। পর্ণা-সৃজন একটু সুখে থাকুক। তা নাহলে টিআরপি যেমন কমছে, ওরকম কমতেই থাকবে। এখন তিন থেকে পাঁচে গেছে। এরকম চলতে থাকলে পাঁচ কেন দশেও দেখা যাবেনা। এখন দেখার নির্মাতারা এই কথা ভেবে গল্পের স্লট বদলান কিনা।

× close ad