Bengali Serial Actress : নায়িকা চরিত্রে অভিনয় করা মানেই যে তার গুরুত্ব বেশি, তার চাপ বেশি এই ধারণাটা একেবারেই ভুল। সব চরিত্রতেই রয়েছে পরিশ্রম। তবেই তো চরিত্রের জনপ্রিয়তা (Bengali Serial Actress)। তবেই তো চরিত্রের নামডাক। নায়িকা না হয়েও পার্শ্ব চরিত্রে অভিনয় করতে গিয়ে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, এমনকি পার্শ্ব চরিত্র হয়েও যে জনপ্রিয় হওয়া যায় তার প্রমাণ পাওয়া যাবে এই ৫ চরিত্রকে দেখে।
View this post on Instagram
পুতুল : জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha)তে, এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)। তাঁকে স্পেশাল চাইল্ডের চরিত্রে দেখা যাচ্ছে। এই চরিত্রে অভিনয় করা সহজ ব্যাপার নয়। এর আগে এইরকম চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বর্তমানে ‘পুতুল’কেও জনপ্রিয় করে তুলেছেন শ্রীতমা।
কৃষ্ণা : এই চরিত্রের দেখা মিলেছে জি বাংলার ‘নিম ফুলের মধু’ (Neem Phooler madhu) তে। যখন এই চরিত্র দর্শকদের সামনে আসে, তখন থেকেই চরিত্রের জনপ্রিয়তা বহুল। এই চরিত্রটি না সম্পূর্ণ পজিটিভ আবার না সম্পূর্ণ নেগেটিভ। এই চরিত্রে অভিনয় করছেন, জনপ্রিয় অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukherjee)। তাঁর প্রত্যেকটা ডায়ালগ বেশ ভাইরাল। একজন দজ্জাল শাশুড়ি কেমন হয়? সেটা এই চরিত্রকে দেখলে বোঝা যায়।
View this post on Instagram
কৌশিকী মুখার্জি : কৌশিকী মুখার্জি এমন একটা চরিত্র যা মুখ্য চরিত্রকেও ছাপিয়ে যায়। জি বাংলার ‘জগদ্ধাত্রী’(Jagadhatri) ধারাবাহিকে দেখা যাচ্ছে এই চরিত্রকে। অভিনয় করছেন রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty)। অফস্ক্রিন-অনস্ক্রিন সকলেই তাঁকে ‘দিদিয়া’ বলে ডাকেন। তাঁর এই চরিত্র এতটাই জনপ্রিয় যে সকলে তাঁর আসল নাম ভুলে চরিত্রের নামেই ডাকেন। তাঁর জনপ্রিয়তা নায়িকার থেকে কোনো অংশে কম নয়।
View this post on Instagram
দিব্যা সেন : জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ তে দেখা মিলছে এই দিব্যা সেন চরিত্রের। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়া পাল (Priya Paul)। দিব্যা একজন খল চরিত্র। পার্শ্বচরিত্র হয়েও তিনি সকলের কাছে জনপ্রিয়তা পেয়েছেন।
View this post on Instagram
গিনি : জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকে দেখা মিলেছে গিনি চরিত্রের। এই চরিত্রে অভিনয় করেছেন ঐশী ভট্টাচার্য (Aishi Bhattacharya)। নায়িকা না হয়েও, তাঁর চরিত্র বেশ প্রশংসনীয় ছিল দর্শকমহলে। প্রথম দিকে তাকে অহংকারী চরিত্রে দেখা গেলেও পরবর্তীতে তার চরিত্র একেবারে শেড বদলে ফেলেছিল। ধারাবাহিক শেষ হয়ে গেলেও, গিনি চরিত্রকে এখনো ভুলতে পারেনি দর্শক।