টলি (Tollywood) ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায় (Bijaylakshmi Chatterjee)। ছোটপর্দাতেই তার জনপ্রিয়তা। একের পর এক বিখ্যাত হিট চরিত্রে তিনি অভিনয় করেছেন। যেগুলো আজও দর্শকদের মনে রয়ে গেছে। দর্শকরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন তাঁর কামব্যাকের। দীর্ঘ তিন বছর পর আবার ফিরলেন তিনি। সকলে যেমন খুশি, অভিনেত্রীও খুব খুশি।
স্টার জলসার (Star Jalsha) পর্দায় সবেমাত্র কয়েকদিন হল শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘চিনি’ (Cheeni)। ধারাবাহিকটি দর্শকদের বেশ মন কেড়ে নিয়েছে। চিনি চরিত্রে অভিনয় করছিলেন খেলনা বাড়ির গুগলি অর্থাৎ অভিনেত্রী ইন্দ্রানী ভট্টাচার্য। আর নায়ক সোমরাজ। কিন্তু হঠাৎই আচমকা হয়ে গেল নায়িকার বদল। বর্তমানে চিনির চরিত্রে দেখা যাচ্ছে বিজয়লক্ষীকে। অভিনেত্রীও বেশ খুশি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশ ভালো লাগছে, তিন বছর পর সিরিয়ালে অভিনয় করছি। চরিত্রটাও অনেকটা আলাদা। এতদিন এই চরিত্রে ইন্দ্রাণীকে দেখে এসেছেন, মাঝপথে এই চরিত্রে অভিনয় করা এটা একটা কঠিন কাজ। মন দিয়ে চরিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমার দিক থেকে আমি ১০০ শতাংশ দেব। আমার বিশ্বাস কাজটা ভালো হবে।’
আরও পড়ুনঃ দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন ‘রাখী বন্ধন’ খ্যাত এই অভিনেত্রী!
তাঁকে শেষবার ধারাবাহিকে দেখা গিয়েছিল ২০১৯ এ। শেষ ধারাবাহিক রানু পেল লটারি। কিন্তু হঠাৎ এত বছর পর কেন কাজের সিদ্ধান্ত? আসলে ২০১৯ এর পর সারা বিশ্বে এসে গেল কোভিড। কোভিডের কারণে কাজ বন্ধ ছিল। তারপর অনেক অফার এসেছিল কোনোটা নিজের দিক থেকে নেতিবাচক উত্তর হয়, আবার কোনোটা অপর দিক থেকে।
View this post on Instagram
অভিনয় না করলেও বাড়িতে নিজেকে তৈরি করছিলেন। হঠাৎই চ্যানেল এবং প্রযোজনা সংস্থার তরফ থেকে এই চরিত্রের জন্য প্রস্তাব আসে। এই ধারাবাহিকের স্টোরি এতটাই সুন্দর যে তিনি রাজি হয়ে যান। নিজেকে নতুন ভাবে প্রমাণ করার জন্য। এর আগে তাঁকে এতদিন আমরা দেখেছি ‘সংসার সুখের হয় রমনীর গুণে’, ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি’ তে, সবটাতেই একটা গৃহিণী ব্যাপার ছিল। এটা একেবারেই অন্যরকম।