টিআরপি তলানিতে, ‘রামপ্রসাদ’ ছাড়ছেন মুখ্য সদস্য! মাথায় হাত দর্শকদের

Published On:

Ramprasad Serial : আধ্যাত্মিক ধারাবাহিক বরাবরই দর্শককে আকর্ষণের মুখ্য বিষয় হয়ে ওঠে। প্রায় সব ধারাবাহিক  চ্যানেলেই একটা করে আধ্যাত্মিক সিরিয়ালের সম্প্রচার দেখা যায়। সেরকমই স্টার জলসাতে(Star Jalsha)ও সম্প্রচারিত হয় একটি আধ্যাত্মিক ধারাবাহিক। আর সেই ধারাবাহিক হল ‘রামপ্রসাদ’ (Ramprasad)। ধারাবাহিকে রামপ্রসাদের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চৌধুরী।

আর নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সুস্মিলী আচার্য। অনেকদিন পর ধারাবাহিকের নায়ক সব্যসাচীকে পেয়ে দর্শকরা বেশ খুশি হয়েছিল। শেষবার তাঁকে দেখা গিয়েছিল মহাপীঠ তারাপীঠ-এ। এই ধারাবাহিক ২০১৯ এ শুরু হয়, শেষ হয় ২০২২ এ। তারপর ২০২৩ এ শুরু হয় রামপ্রসাদ। প্রায় এক বছর পর রামপ্রসাদ ধারাবাহিকের হাত ধরে টিভির পর্দায় ফিরে আসেন। সে কারণে একটা তো উত্তেজনা থাকবেই।

Importent person of Ramprasad serial leave show

কিন্তু দুঃখের সংবাদ হল, আর অভিনয় করবেন না ধারাবাহিকের প্রধান মাথা। ধারাবাহিক ছেড়ে তিনি চলে যাচ্ছেন। ধারাবাহিকের কাহিনী যতই ভালো হোক, শেষ কথা বলে টিআরপি। আর তাই  সকলেই চেষ্টা করে টিআরপি নম্বর যেন ঠিক থাকে। যাইহোক করে সেটা ধরে রাখার চেষ্টা করে। সেই মতো এই ধারাবাহিকে কয়েকদিন আগে ধারাবাহিকের নায়িকা ছিলেন মিসিং।

আরও পড়ুনঃ আইনের চোখে ফাঁকি দিতে মারাত্মক প্ল্যান পৃথা-ভিক্টরের, ফাঁস ধামাকা পর্ব

মাধ্যমিক পরীক্ষার কারণে কিছুদিনের জন্য ধারাবাহিক থেকে বিরতি নিয়েছিলেন। আর তার অনুপস্থিতিতে টিআরপি নম্বর কমতে থাকে। আগে যা ছিল, তার তুলনায় অনেক কমে যায়। সেই কারণেই ধারাবাহিকের প্রধান মাথা আর কাজ করতে চাইছেন না। এই ধারাবাহিকের পরিচালক অমিত সেনগুপ্ত। যিনি এর আগে পরিচালনা করেছেন, মীরা, দেবী চৌধুরানী সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিক।

a Importent person leave Ramprasad serial

রামপ্রসাদ ধারাবাহিক ছেড়ে অন্য ধারাবাহিকে পা দিয়েছেন পরিচালক। সুরিন্দর ফিল্মস প্রযোজিত স্টার জলসার এক নতুন ধারাবাহিকে তিনি কাজ করবেন বলেই জানা যাচ্ছে। তাহলে এই ধারাবাহিকের কি হবে? ধারাবাহিক কি শেষ হয়ে যাবে? এই দুঃসংবাদে চিন্তায় রয়েছেন দর্শকরা। আগামী দিনে কি হতে চলেছে, তা সময়ই  বলবে। 

× close ad