এতকিছুর পরেও শতদ্রু নয়, পরাগের কাছে ছুটল শিমুল! নতুন প্রোমো দেখে ক্ষুদ্ধ দর্শকেরা

Published On:

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়েল গুলির মধ্যে একটি হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha)। বর্তমানে এই সিরিয়ালের শিমুল (Shimul) চরিত্রটি নিয়ে দর্শকমহলে চলছে জোর আলোচনা। শিমুলের চরিত্রটা দর্শকের কাছে ধীরে ধীরে গোলমেলে হয়ে উঠছে। কখনও সে নিজের অধিকার বুঝে নিতে প্রবল প্রতিবাদী তো কখনও আবার নিজের সর্বস্ব ছেড়ে দিতে সে এক মুহূর্তে রাজি। সম্প্রতি, ধারাবাহিকে এসেছে এক বিরাট টুইস্ট।

পরাগকে বিষ খাওয়ানোর অপরাধে শিমুলকে পরাগ-পলাশ আর প্রতীক্ষা মাইল কোর্ট অবধি টেনে নিয়ে গেলেও শেষে প্রতীক্ষাই ফেঁসে যায়। বেঁচে যায় শিমুল। সসম্মানে মাথা উঁচু করে সে ফিরে আসে। আর অপরাধের আসল মাথা প্রতীক্ষাকে টেনে হিজড়ে নিয়ে যাওয়া হয় জেলে। তবে শিমুল নির্দোষ প্রমাণিত হওয়ার পর পরাগ নিজের ভুলটা বুঝতে পেরেছে।

Kar Kache Koi Moner Katha New Promo Shimul runs after hearing Parag got into accident

সে মনে মনে কোথাও বিশ্বাস করত যে শিমুল আর যাই করুক না কেন তাকে অন্তত মারার পরিকল্পনা করবেনা। আর কোর্টে সেই কথাই প্রমান হতে পরাগ কিছুটা হলেও শিমুলের মূল্য বুঝেছে। সে আবারও চায় সবটা ভুলে নতুন করে শুরু করতে। তবে পরাগ যা যা অপরাধ করেছে তারপর দর্শকই আর চাননা যে শিমুল পরাগকে সুযোগ দিক। অন্যদিকে শতদ্রু শিমুলকে ভালোবেসে আজও তার জন্য অপেক্ষা করে আছে।

আরও পড়ুনঃ তারকাটা পর্ণা জিন্দাবাদ! শত্রুর পেট ফুঁড়ে সত্যি বার করল সে, ফাঁস ইশার করুন পরিণতি

সে মনে মনে কোথাও আশাবাদী যে শিমুল তার ভালোবাসা ফেরাবে না। তাকে বিয়ে করবে। এরই মাঝে ঘটল নতুন অঘটন। পুতুলের বিয়ের অনুষ্ঠানে পুতুলকে দেওয়া কথা অনুযায়ী শিমুল উপস্থিত আছে। সাম্প্রতিক এক প্রোমোতে দেখা যাচ্ছে পুতুলের বিয়ের দিন যখন তার শ্বশুরবাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে আসে তখন পুতুলের সাথে ধাক্কা লেগে সেই হলুদ মাটিতে পড়ে যায়।

আরও পড়ুনঃ সৃজনের ভয় সত্যি হল, সন্দেহবাতিক বরকে ছেড়ে অনুভবের হাত ধরল পর্ণা! ফাঁস ধামাকা পর্ব

অন্যদিকে, পাড়ার একজন ছুটে এসে শিমুলকে খবর দেয় পরাগের মারাত্বক একটা দুর্ঘটনা ঘটেছে। মনে হয়না পরাগ আর বাঁচবে। এই কথা শুনে শিমুল তড়িঘড়ি সব ছেড়ে ছুতে যেতে যায় পরাগের কাছে। এই ঘটনায় আসলে কি ঘটবে তা জানা যাবে। তবে শিমুল পরাগের কাছে ফিরে গেলে দর্শক ক্ষুব্ধই হবেন। এবার দেখার কি হয়?

× close ad