হুড়মুড়িয়ে বাড়বে TRP! শ্যামলীর জীবনে এন্ট্রি নিচ্ছেন ‘মিঠাই’ অভিনেতা, ভীষণ খুশি দর্শকরা

Published On:

খুব বেশিদিন হয়নি জি বাংলার (Zee Bangla) পর্দায় ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটি শুরু হয়েছে। তবে খুব অল্প সময়ের মধ্যেই সিরিয়ালপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে শ্যামলী-অনিকেতরা। নাম ভূমিকায় অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণু। এছাড়াও বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় কলাকুশলীকে দেখা যাচ্ছে এই মেগায়। এবার এই সিরিয়ালে এন্ট্রি নিতে চলেছেন ‘মিঠাই’ (Mithai) অভিনেতা।

এই ধারাবাহিকের (Bengali Serial) কাহিনী অনুযায়ী, প্রত্যন্ত গ্রামের মেয়ে শ্যামলী (Shyamali)। বিনোদ নামের এক ব্যক্তিকে খুঁজতে কলকাতায় আসে সে। বড় শহরে এসে নানান বিপদের মুখে পড়ে শ্যামলী। তখন তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় অনিকেত। শ্যামলীকে নিজের বাড়িতে নিয়ে আসে সে। কিন্তু গণ্ডগোল বাঁধে যখন অনিকেতের (Aniket) ভাই কিঞ্জল শ্যামলীকে প্রেম নিবেদন করে।

Kon Gopone Mon Bhesechhe serial Shyamali

শ্যামলী প্রথমেই কিঞ্জলকে জানিয়ে দেয় তাদের মধ্যে কিছু হতে পারে না। তা সত্ত্বেও কিঞ্জল তা মানতে চায় না। পাহাড়-নদীর মাঝে তাকে প্রেম নিবেদন করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সে। অনিকেতের বাড়ির সদস্যরা এই ঘটনার জন্য শ্যামলীকে দায়ী করতে থাকে। এদিকে ভাগ্যচক্রে সাত পাকে বাঁধা পড়ে অনিকেত-শ্যামলী।

আরও পড়ুনঃ ছোটপর্দা পেরিয়ে বড়পর্দার যাত্রা শুরু, দেবের সাথে প্রথম অভিনয়ের অনুভূতি শেয়ার করলেন ইধিকা!

এসবের মাঝেই এবার ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে নতুন চরিত্র। জি বাংলার এই সিরিয়ালে দেখা যাবে ‘মিঠাই’ অভিনেতাকে। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে এমনিতেই ‘মিঠাই’ ধারাবাহিকের একজন অভিনেতাকে দেখতে পাচ্ছেন দর্শকরা। কিঞ্জল চরিত্রে ‘মিঠাই’য়ের রাতুল তথা অভিনেতা উদয় প্রতাপ সিং অভিনয় করছেন। এবার আরও একজন অভিনেতা যোগ দিতে চলেছেন।

Mithai fame Biswajit Chakraborty is entering Kon Gopone Mon Bhesechhe

কে সেই অভিনেতা? নিশ্চয়ই জল্পনা-কল্পনা করতে শুরু করে দিয়েছেন? আর দেরি না করে তাহলে বলে দিই, সেই অভিনেতার নাম হল বিশ্বজিৎ চক্রবর্তী। যাকে ‘মিঠাই’ ধারাবাহিকে সিদ্ধার্থর দাদাইয়ের চরিত্রে দেখেছে দর্শকরা। জানা যাচ্ছে, ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে তাঁকে দেখতে পাবেন দর্শকরা। অভিনেতার এন্ট্রির পর শ্যামলী-অনিকেতের সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটাই এবার দেখার।

× close ad