‘প্রেমের বিচ্ছেদ হয়, ভালোবাসার নয়’, প্রেম জীবন নিয়ে মুখ খুললেন ‘দেব’ অভিনেতা রোহন!

Published On:

স্টার জলসার (Star Jalsha) কূটকাচালি বিহীন, পরকীয়া বিহীন ভৌতিক একটি ধারাবাহিক হল ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle)। এই ধারাবাহিকে নায়ক দেবের চরিত্রে অভিনয় করছেন রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharjee)। আর নায়িকার চরিত্রে অভিনয় করছেন অঙ্গনা রায় (Angana Roy)। অঙ্গনার চরিত্র দ্বৈত। ধারাবাহিকের নায়ক দেব। দেব ভালোবাসে পারোকে।

কিন্তু পারো তার জীবন থেকে হারিয়ে গেছে। সে এখন সকলের কাছেই মৃত, তবে দেব তাকে একমাত্র দেখতে পায়। সে ছাড়া তাকে আর কেউ দেখতে পায়না। বর্তমানে দেবের জীবনে এসেছে পারোর প্রতিচ্ছবি। তবে সে পারো নয় পার্বতী। পার্বতীকে দেখতে হুবহু পারোর মত। পার্বতীকে বিয়ে করলেও দেব মেনে নিতে পারেনি মন থেকে।

কারণ পারোর জায়গাটা সে কাউকে দিতে পারবেনা। এ প্রসঙ্গ উঠলে রোহন জানায়, ‘মানুষ যখন দূরে চলে যায়, তার প্রতি ভালোবাসাটাও দ্বিগুণ হয়ে যায়।‘ এখন যেন ভালোবাসা ব্যাপারটা ফিকে হয়ে গেছে। সেই পবিত্র ভালোবাসা আর নেই। রোহন আরও জানিয়েছেন, ‘ভালোবাসা ছাড়া পৃথিবীতে আর কিছু নেই। ভালোবাসা সবসময় এক্সিট করে।

আরও পড়ুনঃ সত্যিই প্রেগনেন্ট তিয়াসা? ‘স্ফীতোদর’র রহস্য নিজেই ফাঁস করলেন অভিনেত্রী

রাম-সীতা, রাধা-কৃষ্ণ, শিব পার্বতীর মত ভালোবাসা এখনো রয়েছে কোথাও পৃথিবীতে‘। রোহনের কাছে ভালোবাসার সংজ্ঞা আলাদা। ভালোবাসায় কখনো বিচ্ছেদ হয়না। প্রেমে বিচ্ছেদ হয়। তার কথায়, ‘ভালোবাসা সর্বদা থেকে যায়। ভালোবাসা তো মনের ভেতরের জিনিস।

আমার শরীরের মধ্যে থেকে কিডনি বার করে দিলে তো আমি মরে যাব। ঠিক তেমনই ভালোবাসা চলে গেলে আমি মরে যাব। প্রেম জীবনে বারবার আসে, কিন্তু ভালোবাসা একবারই হয়। কাউকে দেখে ভালো লাগল সেটা হল প্রেম আর ভালো লাগার পর ধীরে ধীরে যেটা তৈরি হয় সেটাই হল ভালোবাসা’।

× close ad