Bengali Serial Actor : বর্তমানে চ্যানেল খুব ছেঁকে অভিনেতা অভিনেত্রীদের নির্বাচন করছেন বাংলা ধারাবাহিকের (Bengali Serial) ক্ষেত্রে। যারা খুব হিট ধারাবাহিকে, তারাই শুধুমাত্র চান্স পাচ্ছে নতুন ধারাবাহিকে। আর যাদের অভিনীত ধারাবাহিক ফ্লপ খাচ্ছে তাদের নতুন ধারাবাহিকে চান্স দিচ্ছে না। এরকম ঘটনার কথা এটা প্রথম নয়, এর আগেও শোনা গিয়েছিল। জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সাথে ঘটেছিল। আবারও সেই ঘটনা ঘটেছে।
টলিউড ইন্ডাস্ট্রির দুই পরিচিত মুখ হলেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং শ্রাবণী ভুঁইয়া (Shrabani Bhunia)। দুজনে একসাথে জুটি বেঁধে কাজ করেননি কখনও। নীল ভট্টাচার্য জনপ্রিয় হয়েছিলেন জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়ে। এই ধারাবাহিকে জনপ্রিয়তা দেখে স্টার জলসা তাঁকে নিয়ে এল নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়ামে’।
কিন্তু ধারাবাহিকটি ততটা জমল না। টিআরপি তালিকাতে তেমন জায়গা করতে পারেনি কখনই। তাই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে শ্রাবণী ভুঁইয়ার শুরুটা ছিল স্টার জলসার ‘রাখি বন্ধন’ ধারাবাহিক দিয়ে। তবে তার ‘মাধবীলতা’ সিরিয়ালটি পাঁচ মাস যেতে না যেতেই বন্ধের মুখে পড়ে। টিআরপি তালিকায় সেই ধারাবাহিকের পাত্তা পাওয়া যেত না। তাই শ্রাবণীকে জি বাংলা ডেকে নিয়ে গেল।
তৈরি হল নতুন ধারাবাহিক ‘মুকুট’। সেই ধারাবাহিকও ভালো টিআরপি দিতে পারল না। টিআরপি না পেয়ে শেষ হয়ে গেল ধারাবাহিক। পুরানো ধারাবাহিক শেষ হতেই সকলেই নতুন ধারাবাহিকে ফিরছে। তাই শোনা গিয়েছিল স্টার জলসায় টেন্ট প্রোডাকশন হাউসের থেকে নতুন ধারাবাহিক আসছে। ধারাবাহিকের নাম ‘বোধন’। নায়ক-নায়িকা হিসেবে দেখা যাওয়ার কথা ছিল নীল আর শ্রাবণীকে।
কিন্তু ভাগ্যের পরিহাস। তাদের আর দেখা মিলবেনা এই নতুন ধারাবাহিকে। ইতিমধ্যেই শোনা গেছে প্রোডাকশন হাউজ তাদের দুজনকে বাতিল করে দিয়েছে। আর তাদের বাতিল করে দিয়ে আনা হচ্ছে জনপ্রিয় এক শিশুশিল্পীকে। তিনি হলেন দিতিপ্রিয়া রায়। তিনি ছোটো পর্দার দর্শকদের কাছে জনপ্রিয় রাসমণি হিসেবে। শোনা যাচ্ছে নায়িকার চরিত্রে তাকেই দেখা যাবে। এখন দেখা যাক কি হয়।