টিআরপির (TRP) অভাবে সিরিয়াল বন্ধ হওয়াটা বিনোদন জগতে নতুন কিছু নয়। গত বছর যেমন জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কোপ পড়েছে বহু মেগার (Bengali Serial) ওপর। নতুন বছরের শুরুতেও সামনে এল এমনই একটি খবর। শীঘ্রই জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিকের সফর শেষ হতে চলছে! নাম দেখামাত্রই মন খারাপ হয়ে গিয়েছে বহু সিরিয়ালপ্রেমী মানুষের।
গত বছর ‘মিঠাই’ থেকে শুরু করে ‘মেয়েবেলা’, ‘সোহাগ জল’ একাধিক সিরিয়াল শেষ হতে দেখেছেন দর্শকরা। এবার শোনা যাচ্ছে বন্ধ হতে চলেছে জি বাংলার বহুচর্চিত মেগা ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee) এবং শ্বেতা মিশ্র (Sweta Mishra)। গুঞ্জন শোনা যাচ্ছে, মেঘ-নীল-ময়ূরীর ত্রিকোণ সম্পর্কের টানাপোড়েনের কাহিনী খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে।
২০২৩ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল ‘ইচ্ছে পুতুলে’র সফর। শুরুতে ট্রোল হলেও আস্তে আস্তে দর্শকমনে স্থান করে নিয়েছিল এই মেগা (Serial)। টিআরপি তালিকায় প্রথম দশেও উঠে এসেছিল। কিন্তু সন্ধে ৬টার স্লটে ‘তোমাদের রানী’ শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে ফিকে হতে শুরু করে জি বাংলার এই সিরিয়ালের জাদু। এবার শোনা যাচ্ছে, ‘ইচ্ছে পুতুল’ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ মেঘ-নীলের বিয়ে ভাঙতে ফের হাত মেলাবে রূপ-ময়ূরী! ফাঁস ‘ইচ্ছে পুতুলে’র তোলপাড় ট্র্যাক
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ‘ইচ্ছে পুতুল’ শেষ হওয়ার জল্পনা শোনা গিয়েছে। তবে প্রত্যেকবারই সেই জল্পনা ভুয়ো প্রমাণিত হয়েছে। এবারও শোনা যাচ্ছে, মেঘ (Megh)-নীলের (Neel) বিয়ে দিয়ে শেষ হবে ধারাবাহিকের কাহিনী। সত্যিই কি তাই? এই বিষয়ে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে সম্প্রতি মুখ খোলেন ধারাবাহিকের নায়ক মৈনাক।
পর্দার নীল বলেন, ‘কোনও কিছু যদি শুরু হয় তার তো শেষ আছে। এটা মানতেই হবে। তবে আমাদের ধারাবাহিক এখনই শেষ হচ্ছে কিনা এটা আমি সঠিকভাবে বলতে পারবো না। কারণ আমাদের কাছে এখনও তেমন কোনও খবর আসেনি। কিন্তু যা হবে নিশ্চয়ই ভালো হবে। সেটাই আশা করি’।
আরও পড়ুনঃ সূর্য অতীত, রূপার কথায় এবার অর্জুনকে বিয়ে করবে দীপা! টিভির আগেই ফাঁস মোড়ঘোরানো পর্ব
সোশ্যাল মিডিয়ায় ‘ইচ্ছে পুতুল’ শেষ হওয়া নিয়ে বিস্তর জল্পনা-কল্পনা চললেও, সিরিয়ালপ্রেমী দর্শকদের অনুমান, এখনই হয়তো এই মেগা শেষ হবে না। কারণ এখনও জি বাংলার তরফ থেকে নতুন কোনও সিরিয়ালের প্রোমো শেয়ার করা হয়নি। তাই এখনই মেঘ-নীলের ধারাবাহিক শেষ হওয়ার সম্ভাবনা খুব কম। এবার দেখা যাক, শেষ অবধি কী হয়।