এই তীব্র গরমে এসি ছাড়াই ঘর রাখুন বরফের মত ঠান্ডা! রইল কিছু সাধারণ টিপস

Last Updated:

Home Cooling Tips : এই তীব্র গরমে ঘরে থাকা মুশকিল হয়ে পড়ছে। পাখার হাওয়াতেও যেন জোর নেই। পাখা ছাড়া যদি ঘরে থাকে কুলার বা এসি, তবেই কিছুটা স্বস্তি। কিন্তু কজনেরই বা পয়সা আছে এসব কেনার, তাহলে কি তারা এই কষ্টের মধ্যেই থাকবে আজীবন? তা কেন? তাদের জন্যেও রয়েছে উপায়। প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা (Home Cooling) রাখুন। 

জানালায় ভারী এবং মোটা পর্দার ব্যবহার : গরমের সময় জানালায় যদি পাতলা পর্দা ব্যবহার করেন, তাহলে সহজেই ঢুকবে রোদ। আর তাই ঘরের জানালায় যদি মোটা পর্দা ব্যবহার করতে পারেন, তাহলে তাপ কম প্রবেশ করবে, আর ঘর থাকবে ঠান্ডা। আগেকার দিনে দেখা যেত ভিজে মোটা কাপড় জানালায় দিয়ে রাখা হত। যাতে তাপটা কম প্রবেশ করে। 

how to cool your home without AC

দিনের বেলায় জানালা বন্ধ : সবথেকে বেশি গরম হয়, যখন রোদ মাথার উপরে থাকে। অর্থাৎ দুপুর ১২ টা। সেই সময় জানালা বন্ধ করুন। তাপ প্রবেশ করতে দেবেন না। তারপর যখন সূর্যাস্ত হবে, অর্থাৎ বিকেল বেলা, জানালা খুলে দিন, শীতল বাতাস প্রবেশ করবে, আর এতে করে ঘরের ভিতরের গরম হাওয়া বেড়িয়ে যাবে।

সাদা রঙের চাদর :  ঘর ঠান্ডা রাখতে হালকা সুতির চাদর বা সাদা রঙের চাদর ব্যবহার করুন। বিছানায় মোটা চাদর রাখলে ঘাম বেশি হয়। সাদা এবং হালকা রঙের চাদরে তাপ শোষণ করে এবং ঘর থাকবে ঠান্ডা। 

how to cool your home without AC in summer

ঘর মুছুন : যখন ঘর মুছবেন, তখন একদম শুকনো করে ঘর মুছবেন না, একটু ভেজা ভেজা করে ঘর মুছুন। সেইসঙ্গে জানালাও মুছুন। এতে করে ঘর থাকবে ঠান্ডা। ঘরের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। 

ফ্রিজের দরজা বন্ধ : গরম বলে বারবার ফ্রিজের দরজা খুলবেন আর বন্ধ করবেন তা হয়না। বারবার এরকম করলে মোটরের উপর চাপ পড়ে, এতে করে তাপমাত্রা বেড়ে যায়। যার ফলে ঘর একেবারে গরম হয়ে থাকে। তাই এই কাজ ভুলেও করবেন না।

× close ad