অবশেষে ফেরত মিলবে টাকা! শুরু হল রোজভ্যালি আমানতকারীদের ডিপোজিট ফেরত দেওয়ার পক্রিয়া

Published On:

রোজভ্যালি আমানতকারীদের টাকা ফেরত: আশার আলো

রোজভ্যালির আমানতকারীদের জন্য অবশেষে সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর তাদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) প্রথম দফায় ১৯ কোটি ৪০ লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটিকে হস্তান্তর করেছে, যা প্রতারিতদের মধ্যে বিতরণ করা হবে।

টাকা ফেরত প্রক্রিয়ার সূচনা

রোজভ্যালি কেলেঙ্কারির কারণে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল। সম্প্রতি, বিশেষ PMLA আদালত সেই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়। সেই অনুযায়ী, ইডির উচ্চপদস্থ কর্মকর্তারা অ্যাসেট ডিসপোজাল কমিটির সাথে বৈঠক করে টাকা ফেরতের পরিকল্পনা করেন।

আদালতের নির্দেশনা ও কমিটির ভূমিকা

পিএমএলএ আদালতের নির্দেশ অনুযায়ী, রোজভ্যালির ১১.৯৯ কোটি টাকা মূল্যের ১৪টি ফিক্সড ডিপোজিট অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। আদালত আরও নির্দেশ দিয়েছে, রোজভ্যালির সম্পত্তি নিলাম করে সেই অর্থ একটি আলাদা অ্যাকাউন্টে জমা করতে হবে। এই নির্দেশনা অনুযায়ী, টাকা ফেরতের কাজ শুরু হয়।

আমানতকারীদের জন্য ওয়েবসাইট লঞ্চ

হাইকোর্টের নির্দেশ অনুসারে, অ্যাসেট ডিসপোজাল কমিটি একটি ওয়েবসাইট (www.rosevalleyadc.com) চালু করেছে, যেখানে আমানতকারীরা নিজেদের নাম নথিভুক্ত করে, নথিপত্র জমা দিয়ে টাকা ফেরতের আবেদন করতে পারবেন। সমস্ত নথিপত্র যাচাই-বাছাই করে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করা হবে।

রোজভ্যালির আমানত ও সম্পদ

রোজভ্যালিতে প্রায় ৬০ লক্ষ মানুষ মোট তিন হাজার কোটি টাকার আমানত রেখেছিলেন। ইডির হাতে বর্তমানে রোজভ্যালির সম্পত্তি বিক্রি থেকে প্রাপ্ত ৯০০ কোটি টাকার মতো অর্থ রয়েছে। সেই অর্থ থেকেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

× close ad