এক দিনের জন্য রাজা হতে চান? কলকাতার কাছেই রয়েছে বাড়ি কোঠি, একবার এলে মনে থাকবে আজীবন

Last Updated:

বাঙালি সর্বদাই যেমন ভোজনরসিক তেমন ভ্রমণ প্রেমীও (Travel Enthusiast) বটে। বিশেষ করে শীতের সময় ঘুরতে যাওয়ার ইচ্ছাটা আরও প্রবল হয়। ভ্রমণের ব্যাপারে প্রত্যেকের পছন্দ আলাদা আলাদা, কেউ ভালোবাসেন সমুদ্র তো কেউ আবার পাহাড়। তবে যেখানেই যান আজকাল ভিড় প্রচন্ড, তাই ইদানিং অনেকেই অফবিট আর কম ভিড়ের ঘুরতে যাওয়ার জায়গা খোঁজেন। তাই আজ আমরা হাজির কলকাতার কাছেই এক সুন্দর অফিবিট ডেস্টিনেশনের (Offbeat Destination) হদিশ নিয়ে যেখানে আপনি একদিনের জন্য রাজা হতেই পারেন।

হ্যাঁ ঠিকই দেখছেন, রাজা হতে পারবেন। ভাবছেন কিভাবে? চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকের প্রতিবেদনে যে জায়গার কথা জানাবো সেটা হল মুর্শিদাবাদের আজিমগঞ্জ হেরিটেজ হোটেল ‘বড়ি কোঠি’ (Bari Kothi)। নিচে একে একে এই রাজবাড়ীর সংক্ষিপ্ত ইতিহাস, কিভাবে যাবেন? কত খরচ পড়বে আর কি কি দেখতে পেতে পারেন তার বিস্তারিত দেওয়া হল।

Heritage Hotel Bari Kothi Azimganj Murshidabad for Weekend Trip Near Kolkata

মুর্শিদাবাদের আজিমগঞ্জের হেরিটেজ হোটেল বড়ি কোঠি (Bari Kothi Heritage Hotel)

একেবারে গঙ্গার ধার ঘেঁষেই রয়েছে এই বাড়ি কোঠি। যা ১৭০০ সালে তৈরী হয়েছিল। রাজস্থানের এক ব্যবসায়ী পরিবার মুর্শিদাবাদে আসে টেক্সটাইল ও ব্যাঙ্কিং এর বাজারে নিজেদের আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে। এরপর মুর্শিদাবাদে জমিদারি করতে এসে হাজির হয় শেরাওয়ালী পরিবার। বিরাট এই প্রাসাদসম বাড়িতে থাকতেন রাজ বাহাদুর বুধ সিং দুধেরিয়া।

Bari Kothi Heritage Hotel Azimganj Murshidab Interior Rooms

যেমনটা জানা যায় সেই সময় নাকি ব্রিটিশদের থেকেও বেশি সম্পত্তির মালিক ছিল শেরাওয়ালী পরিবার। কিন্তু পরবর্তীকালে বাড়ির সকলে কলকাতায় চলে যায় আর নষ্ট হতে শুরু করে বাড়ি কোঠি। এরপর কয়েক দশক পেরিয়ে ২০১৫ সালে কানাডাথেকে স্থাপত্যশিল্পী সমর চন্দ্রকে আনা হয় এই রাজবাড়িকে নবজীবন দেওয়ার জন্য। পুনুরুদ্ধারের পর ঐতিহাসিক এই রাজবাড়ীই আজকের লাক্সারি হোটেল হয়ে উঠেছে।

কিভাবে পৌঁছাবেন মুর্শিদাবাদ আজিমগঞ্জের বড়ি কোঠি (How to Reach Bari Kothi Heritage Hotel)

মুর্শিদাবাদের আজিমগঞ্চে বড়িকোঠি পৌঁছানোর মূলত দুটি উপায় রয়েছে। একটি হল ট্রেনপথ আরেকটি হল বাই রোড। যদি গাড়িতে আসেন তাহলে সোজা বাড়ি কোঠিতে পৌঁছে যাবেন। আর যদি ট্রেনে আসেন তাহলে মুর্শিদাবাদ বা আজিমগঞ্জ স্টেশনে নেমে আসতে পারেন।

ট্রেন পথ : ট্রেনে করে মুর্শিদাবাদ আসতে চাইলে হাওড়া বা শিয়ালদাহ উভয় স্টেশন থেকেই আসতে পারেন। নিচে কবে কোন ট্রেন পাওয়া যাবে তার একটি চার্ট দেওয়া রইল।

TRAINS TO REACH MURSHIDABAD
Train NameTrain NumberDeparting StaionDeparting TimeArrival TimeRunning Days
HAZARDUARI EXP13113KOLKATA06.50 AM10.20 AMEveryday
BHAGIRATHI EXP13103SEALDAH06.20 PM09.59 PMEveryday
LALGOLA SPECIAL03191SEALDAH11.30 PM04.00AM (NEXT DAY)Everyday
LALGOLA PASSENGER03183SEALDAH12.40 PM05.20 PMEveryday
KOLKATA LALGOLA PASSENGER13117KOLKATA04.10 PM07.48 PMTUE,THR,FRI,SAT

 

গাড়ি পথ : যদি আপনি গাড়ি পথে বাড়ি কোঠি আসতে চান সেক্ষেত্রে ভাড়া গাড়ি বা নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে আপনি যদি হাওড়া থেকে আসেন তাহলে মোটামুটি ৬ থেকে সাড়ে ৬ ঘন্টা সময় লাগবে।

বাড়ি কোঠি এর থাকা ও খাওয়ার ব্যবস্থাপনা (Bari Kothi Heritage Hotel Accomodation)

রাজকীয় এই প্রাসাদের মধ্যে থাকার জন্য তিন ধরণের ব্যবস্থাপনা রয়েছে। মোট ১৫টি সুইট রুম রয়েছে। যার মধ্যে ৬টি হেরিটেজ সুইট, ৬টি রয়্যাল হেরিটেজ সুইট ও ৩টি মহারাজা হেরিটেজ সুইট। এছাড়াও অতীতে যে কাজের জন্য যে ঘর ব্যবহার হত সেই অনুযায়ী বেশ কিছু জায়গার  নামকরণ করা হয়েছে। এই যেমন হিসেবে নিকেশের ঘরকে বলা হয় গদি ঘর।  রাজবাড়ী হলেও প্রতিটা ঘরে অত্যাধুনিক সুবিধা যেমন এসি,গিজারের মত সুবিধা থাকবে।

Bari Kothi Heritage Hotel Murshidabad Azimganj Food

থাকা ছাড়াও রাজকীয় খাবারের আয়োজন থাকবে এখানে। একটা বা দুটো নয় রয়েছে তিনটি খাবার ঘর, যেগুলি হল – জারিন মহল, দরবার হল  আর নৌবত খানা। তবে এখানে আমিষ নেই, খাবারের পুরোটাই নিরামিষ। আপনি যদি খাবারের প্যাকেজ নিয়ে থাকেন সেক্ষেত্রে প্যাকেজ অনুযায়ী খাবার দেওয়া হবে। যদি সকাল থেকে সন্ধ্যের প্যাকেজ নেন সেক্ষেত্রে  ওয়েলকাম ড্রিংক, দুপুরের লাঞ্চ, চা আর বিকেলের স্ন্যাক্স পাওয়া যাবে। এছাড়া যদি রাত কাটানোর প্ল্যান থাকে সেক্ষেত্রে ডিনার ও পরের দিনের ব্রেকফাস্টও পাওয়া যাবে।

বাড়ি কোঠিতে কি কি দেখবেন? (Things to Do in Bari Kothi)

সত্যি বলতে গোটা প্রাসাদটাই হাঁ  করে চেয়ে দেখার মত। তবে সবার আগেই যেটা চোখে পর্বে সেটা হল ঘরে রাখা বিশাল আকারের পালঙ্ক। রাজকীয় আলনা, ড্রেসিং টেবিল থেকে শুরু করে নানান আসবাবপত্র। যেখানে সৌখিন কারিগরি সত্যিই প্রশংসনীয়। এছাড়াও বাড়ির ভিতরেই রয়েছে নাটমন্দির, বিশাল আয়তনের আঙিনা, সুন্দর সাজানো বাগানের সামনেই মা গঙ্গা। চাইলে বিকেলে নৌকাবিহার করতেই পারেন।

প্রতিদিনই গদি মহলে নানা ধরণের সংস্কৃতি অনুষ্ঠানের ব্যবস্থা থাকে। রাতের আঁধার নামতেই আলোতে সেজে ওঠে গোটা বাড়ি কোঠি। রাতের এই দৃশ্য চিরজীবন মনে রাখার মত। এরপর নিদ্রা সম্পন্ন হলে সকালে হেরিটেজ ওয়াকিংয়েরও ব্যবস্থা থাকে।

বাড়ি কোঠি এর খরচ ও ঘরভাড়া (Bari Kothi Day out or One Day Cost )

মুর্শিদাবাদের আজিমগঞ্জের বাড়ি কোঠিতে মূলত দুই ধরণের বুকিং হয়। যদি সকাল থেকে সন্ধ্যে অর্থাৎ ডে আউটিং করেন সেক্ষেত্রে খরচ ২৫০০-৫৫০০ এর মধ্যে হয়ে যাবে। তবে যদি আপনি একরাত থাকতে চান সেক্ষেত্রে ঘরের প্রকার অনুযায়ী ১৫০০০-৪০,০০০ পর্যন্ত খরচ হতে পারে।

বাড়ি কোঠি ঠিকানা ও যোগাযোগের নাম্বার (Bari Kothi Address & Contact Information) 

বাড়ি কোঠি (Bari Kothi) 

জৈন পট্টি, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, পিন -৭৪২১২২, পশ্চিমবঙ্গ।
যোগাযোগের নম্বর : +91 9051200800

× close ad